Arc Search: গুগলের রাজত্ব শেষ করতে পারে এই সার্চ ইঞ্জিন, AI সাপোর্ট সহ লঞ্চ হল

আর্ক সার্চ একটি এআই চ্যাটবটের সাথেও এসেছে, যা অন্যান্য ব্রাউজারের সাথে পাওয়া যায় না

সার্চ ইঞ্জিনের বাজারে Google একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন Google। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে কিন্তু তাদের জনপ্রিয়তা কম। তবে এখন নতুন একটি সার্চ ইঞ্জিন লঞ্চ করা হয়েছে, যাকে বলা হচ্ছে যে এটি বিদ্যমান সার্চ ইঞ্জিনকে পিছনে ফেলতে পারে। এই সার্চের নাম Arc Search।

Arc Search এর বৈশিষ্ট্য

আর্ক সার্চ ব্রাউজার একটি নতুন আইওএস অ্যাপ্লিকেশন। আর্ক সার্চ একটি ব্রাউজার হলেও এটি সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করে এবং এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সাপোর্ট করে।

আপনি যখন আর্ক সার্চে কোনো কিছু সার্চ করেন, তখন সার্চ করার পর এই ব্রাউজারটি সেই সকল পেজের জন্য একটি ওয়েবপেজ তৈরি করে, যাতে আপনার সকল সার্চ অন্তর্ভুক্ত থাকে। আর্ক সার্চ একটি এআই চ্যাটবটের সাথেও এসেছে, যা অন্যান্য ব্রাউজারের সাথে পাওয়া যায় না।

এই মুহুর্তে এটি কেবল আইওএস-এর জন্য উপলব্ধ। তবে আর্ক সার্চ শীঘ্রই ওয়েব সংস্করণের জন্যও চালু হতে চলেছে। তবে এর অ্যান্ড্রয়েড ভার্সন কবে আনা হবে তা জানা যায়নি।