Nokia G400 5G ট্রিপল ক্যামেরা সেটআপ সহ শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগে ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

ফিনল্যান্ড ভিত্তিক টেক সংস্থা নোকিয়া খুব শীঘ্রই বাজারে তাদের আপকামিং Nokia G400 5G হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২ (CES 2022) ইভেন্টে তিনটি নতুন নোকিয়া ডিভাইসের পাশাপাশি এই স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হয়। এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে অফার করে। তবে বাজারে আসার আগে এখন Nokia G400 5G-এর অফিসিয়াল ইউজার গাইডটি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর তিনটি ভ্যারিয়েন্টের নাম প্রকাশ করেছে।

সামনে এল Nokia G400 5G-এর ইউজার গাইড

নোকিয়াপাওয়ারহাউস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নোকিয়া জি ৪০০ ৫জি-এর ইউজার গাইডটি আসন্ন লঞ্চের আগেই সামনে এসেছে। এই অফিশিয়াল ইউজার গাইডটি থেকে হ্যান্ডসেটটির তিনটি ভ্যারিয়েন্টের মডেল নম্বর জানা গেছে, এগুলি হল- TA-1448, TA-1476 এবং N1530DL।

প্রসঙ্গত, নোকিয়াপাওয়ারহাউস-এরই একটি পূর্ববর্তী রিপোর্ট থেকে জানা যায় যে, “স্টাইল+” (Style+) প্রোডাক্ট নেম সহ TA-1448 মডেলটি ওয়াই-ফাই অ্যালায়েন্স ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউজার গাইডে এই হ্যান্ডসেটের “স্টাইল” (Style) কোড-নামটিও নিশ্চিত করা হয়েছে। আর ইতিমধ্যেই জানা গেছে যে, N1530DL মডেলটি নোকিয়া জি ৪০০ ৫জি-এর মার্কিন ভ্যারিয়েন্ট হবে।

জানিয়ে রাখি, গত জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২-এর মঞ্চে Nokia G400 5G হ্যান্ডসেটটি ঘোষণা করে সংস্থা। তবে, তারপর থেকে ডিভাইসটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নোকিয়া। কিন্তু এখন অনলাইনে Nokia G400 5G-এর ইউজার গাইডটির উপস্থিতি নিশ্চিত করছে যে, এটি খুব শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, Nokia G400 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ৫জি প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চিপসেটের এই “প্লাস” সংস্করণটি পূর্বসূরি স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি-এর মতোই। তবে ৪৮০ প্লাস চিপটি ২০০ মেগাহার্টজ উচ্চতর ক্লক স্পিডের এ৭৬ কোর অফার করে। নোকিয়ার এই ৫জি হ্যান্ডসেটে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফটোগ্রাফির জন্য, Nokia G400 5G-এ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। ফোনটির দাম ২৩৯ ডলার (প্রায় ১৮,৭০০ টাকা) রাখা হতে পারে।