সস্তা 5G ফোন Nokia G50 এবার লঞ্চ হচ্ছে আরও একটি দেশে, পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন

গত ২২ সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে Nokia G50। তবে লঞ্চের সময় সংস্থার তরফে ভারত সহ বাকি মার্কেটে কবে এই বাজেট স্মার্টফোনটি আসবে তা জানানো হয়নি। তবে এখন ফোনটি ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশন এজেন্সি (Brazil National Telecommunications Agency) থেকে সার্টিফিকেশন লাভ করেছে। ফলে অনুমান করা হচ্ছে সংস্থাটি অন্যান্য মার্কেটেও ফোনটিকে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। Nokia G50 ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ অক্টা কোর প্রসেসর, সর্বাধিক ৬ জিবি র‍্যাম, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Nokia G50 পেল ব্রাজিলের ন্যাশনাল টেলিকমিউনিকেশন এজেন্সির সার্টিফিকেশন

ব্রাজিলের এই সার্টিফিকেশন সাইটে TA-1370 মডেল নম্বর সহ নোকিয়া জি৫০ ফোনকে দেখা গেছে। তবে সার্টিফিকেশন সাইট থেকে নোকিয়ার এই বাজেট ফোনের কোনও স্পেসিফিকেশন জানা যায়নি। কিন্তু বলা যায় ফোনটি শীঘ্রই ব্রাজিলে লঞ্চ হবে।

এর আগে, P660 মডেল নম্বর সহ Nokia G50 ফোনের ব্যাটারিটিও ব্রাজিলে অনুমোদিত হয়েছে। জানা গেছে, এই ফোনের ৫,০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিটি চীনের গুয়াংডং ফেংহুয়া নিউ এনার্জি (Guangdong Fenghua New Energy) সংস্থার তৈরি।

নোকিয়া জি৫০ এর স্পেসিফিকেশন (Nokia G50 Specifications)

গ্লোবাল মার্কেটে (ইউরোপ) নোকিয়া জি৫০ ফোনটি ৬.৮২ ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ ও অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Nokia G50 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরটিতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে। ফোনটি ইউরোপের বাজারে ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ সহ পা রেখেছিল। তার সঙ্গে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি অবধি স্টোরেজ সম্প্রসারণ করা যায় Nokia G50 ফোনে।

পাওয়ার ব্যাকআপের জন্য নোকিয়ার এই বাজেট ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে আছে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট, অডিওর জন্য ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ও নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।