৭ বছর আগের Nokia Ion Mini বাজারে আসছে? ছবি শেয়ার করে জল্পনা বাড়াল টিপস্টার

Nokia নামটি শুনলে এখনো একাংশ মানুষেরই ঐতিহ্যবাহী মোবাইল হ্যান্ডসেটের কথা মাথায় আসে। প্রায় এক দশক আগে পর্যন্ত এই ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানির বিভিন্ন ধরণের মোবাইল বাজারে বেশ দাপটের সাথে (বলা ভালো একচেটিয়াভাবে) ব্যবসা করেছে। তবে সময়ের সাথে অন্যান্য বিষয়ের মত Nokia ফোনের জনপ্রিয়তাতেও ভাঁটা পড়েছে। এরপর ২০১৪ সালে Microsoft (মাইক্রোসফ্ট), নোকিয়াকে অধিগ্রহণ করে। সেইসময় সংস্থা যে ফোনগুলির উপর কাজ করছিল সেগুলি আর বাজারে আনা হয়নি। তবে বাতিল হওয়া সেই নোকিয়া ফোনগুলির মধ্যে একটি কে নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে। আর এই উন্নয়নাধীন ফোনটির নাম Nokia Ion Mini (নোকিয়া আয়ন মিনি), যার মডেল নম্বর RM-1028। সম্প্রতি একজন টিপস্টার এই ফোনের ছবি শেয়ার করে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন।

টিপস্টারের সৌজন্যে ফাঁস Nokia Ion Mini (RM-1028)-র তথ্য

সম্প্রতি টিপস্টার দিমিট্রিওস ভ্লাচোস টুইটারে নোকিয়া আয়ন মিনি-এর কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এই ফোনটি আদতে Nokia RM-1027 মডেলের উত্তরসূরি ছিল, যা মাইক্রোসফ্ট, নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্স পাওয়ার পর আর বাজারে আনেনি। কারণ ওই সময় দুই সংস্থা মিলে Windows (উইন্ডোজ) ফোন উৎপাদনের ওপর জোর দিয়েছিল।

সেক্ষেত্রে টিপস্টারের শেয়ার করা ভিডিও বা ছবি দেখে মনে হচ্ছে যে, নোকিয়া আয়ন মিনি, সাশ্রয়ী মূল্যের ডিভাইস হিসেবে চালু হত এবং এই ফোনে ক্লাসিক ছোট ডিসপ্লে, nauOS (হাইব্রিড Nokia OS) এবং কোয়ালকম এমএসএম৮২২৬/স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর থাকত।

তবে যাইহোক, প্রায় সাত বছর আগে বাতিল হওয়া ফোনের ছবি বা ভিডিও প্রকাশ করে টিপস্টার কী বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়। এদিকে ওই ব্যক্তি আগামী দিনে এই বিষয়ে আরো ছবি/ভিডিও পোস্ট করার বার্তা দিয়েছেন। এছাড়া, এই বাতিল হওয়া ফোন নোকিয়ার বাইরে কোনো গতিপথ খুঁজে পেয়েছে কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা মেলেনি।