Nokia লঞ্চ করলো তিনটি ট্রু ওয়্যারলেস হেডফোন, রয়েছে ফোল্ডিং ডিজাইনও

স্মার্টফোন মার্কেটে Nokia-র জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। নোকিয়ার প্রতি মানুষের একটা আবেগ কাজ করে। কোম্পানি বহুবছর ধরে ফিচার ফোনের সাথে বিভিন্ন স্মার্টফোন তাদের ফ্যানদের অফার করছে। এবার Nokia ট্রু ওয়্যারলেস হেডফোন লঞ্চ করলো। এই সিরিজে কোম্পানি তিনটি হেডফোন এনেছে। যদিও এদের দাম এখনও জানা যায়নি। আসুন নোকিয়ার এই ট্রু ওয়্যারলেস হেডফোনগুলি সম্পর্কে জেনে নিই।

Nokia ট্রু ওয়্যারলেস হেডফোন:

কোম্পানি Nokia Essential True Wireless Earphones E3200, Nokia Essential True Wireless Earphones E3500 এবং Nokia Essential True Wireless Headphones E1200 নামে তিনটি ইয়ারফোন লঞ্চ করেছে। আপাতত কোম্পানি এই সিরিজকে চীনে লঞ্চ করেছে। এখানে মোবাইল অ্যাক্সেসিরিজ RichGo প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি এই তিনটি ডিভাইস ওয়্যারলেস ও খুব ভালো অডিও কোয়ালিটি মিলবে।

Nokia Essential True Wireless Earphones E3500 সম্পর্কে কথা বললে এতে Qualcomm’s cVc এবং aptX প্রযুক্তির সাথে হাই কোয়ালিটি অডিও আউটপুট দেওয়া হয়েছে। এতে ব্যবহৃত ওভার দা এয়ার ডিজাইন উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দেবে। এটি আইপিএক্স৫ সার্টিফায়েড এবং এতে ডুয়েল মাইক্রোফোন দেওয়া হয়েছে।

অন্যদিকে Essential True Wireless Earphones E3200 গোলাকার স্টেম লেইস ডিজাইনের সাথে এসেছে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০ হার্টজ থেকে ২০ কিলোহার্টজ। এই ডিভাইসটি স্প্ল্যাশ রেসিস্টেন্ট অর্থাৎ সাধারণ বর্ষা বা অল্প জল লাগলেও কোনো সমস্যা হবেনা। এতে ৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Nokia Essential True Wireless Headphones E1200 এর ডিজাইন দুর্দান্ত। এতে ৪০ মিমি ডায়নামিক ড্রাইভারস দেওয়া হয়েছে। এটি ফোল্ডেবল হেডফোন। এটিতে ম্যাট ব্ল্যাক মেটাল কভার সহ গ্লস ফিনিশ ইয়ার্কআপ রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে পাবেন ব্লুটুথ ৫.০। তিনটি ডিভাইস Google Assistant এবং Apple Siri সাপোর্টের সাথে এসেছে।