সাধারণ টিভিকে বানান স্মার্ট টিভি, নোকিয়া বাজারে আনলো মিডিয়া স্ট্রিমার ডিভাইস

Flipkart এর হাত ধরে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি নোকিয়া আজ Nokia Media Streamer নামে একটি মিডিয়া স্ট্রিমিং ডিভাইস লঞ্চ করলো। এই Nokia Media Streamer কেবল ফ্লিপকার্টেই পাওয়া যাবে। এর প্রথম সেল শুরু হবে ২৮ আগস্ট আমরা জানি, পূর্বে Nokia ব্র্যান্ডেড টিভিগুলিও ফ্লিপকার্টে এক্সক্লুসিভ লঞ্চ হয়েছিল। প্রসঙ্গত, নোকিয়ার সাথে ফ্লিপকার্টের একটি স্ট্রাটেজিক পার্টনারশীপ আছে এবং এর চুক্তি অনুযায়ী ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট, ভারতে নোকিয়া ব্রান্ডেড টিভিগুলিকে ডেভলপ, ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউশনের সাথে ইন্ড-টু-ইন্ড-গো-টু-মার্কেট- স্ট্রাটেজিও ম্যানেজ করে। ভারতে Nokia Media Streamer ডিভাইসটির দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা।

জানিয়ে রাখি, Nokia Media Streaming ডিভাইসটি অনেকটা Amazon Fire TV Stick, MI Box এবং Apple TV মতো স্ট্রিমিং ডিভাইস। যেটি ব্যবহারকারী তার টিভির সাথে কানেক্ট করে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবে৷ এছাড়াও ইউজার সহজেই বিভিন্ন ওটিটি অ্যাপ থেকে শুরু করে মিডিয়া স্ট্রিমিং প্লাটফর্ম অ্যাকসেস করতে পারবেন।

স্পেসিফিকেশনের কথায় আসলে স্ট্রিমার ডিভাইসটিতে ৬০ ফ্রেম/সেকেন্ডের সাথে ১৯২০x১০৮০ পিক্সেলের ফুলএইচডি রেজুলেশান প্লেব্যাক সাপোর্ট করবে। স্ট্রিমারটিতে থাকছে ১ জিবি র‌্যামের সাথে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং কোয়াড কোর প্রসেসর। যদিও কোন ব্রান্ডের প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি এখনো অজানা। এটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলবে এবং জিপিইউ হিসাবে আছে মালি ৪৫০ ৷

কানেক্টিভিটির জন্য স্ট্রিমারটিতে আছে ২.৪ এবং ৫ গিগাহার্জের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। এছাড়া উন্নত সিগন্যাল রিসেপশানের জন্য ডিভাইসটিতে I/O অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। সাউন্ডের জন্য এটিতে থাকছে ডলবি ডিজিট্যাল অডিও এবং টিভির সাথে মোবাইল ফোনের স্ক্রিন কাস্টিং করার জন্য থাকছে বিল্ট ইন ক্রোমকাস্ট ফিচার৷ এছাড়া ইউজাররা ডিভাইসটিতে গুগল অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করতে পারবেন। টিভি নেভিগেশানের জন্য এটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ রিমোর্টও সাপোর্ট করবে ৷

প্রসঙ্গত, ভারতে যতগুলো মিডিয়া স্ট্রিমার ডিভাইস এখন পাওয়া যাচ্ছে, তারমধ্যে নোকিয়ার মিডিয়া স্ট্রিমার রিমোটই হচ্ছে প্রথম, যেখানে Zee5 সহ Netflix এর মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য ডেডিকেটেড hotkey রয়েছে৷ সুতারাং ইউজাররা একটি বাটন চাপার মাধ্যমেই প্ল্যাটফর্মগুলির কনটেন্ট উপভোগ করতে পারবেন ৷