Nokia N150DL: বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করবে নোকিয়া, থাকবে তিনটি ক্যামেরা

সাম্প্রতিক কালে একের পর এক কমদামি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করেছে নোকিয়া (Nokia) ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global)। সংস্থাটি C21, C21 Plus, এবং C2 2nd Edition ঘোষণার পর আরও একটি হ্যান্ডসেট বাজারে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। যা N150DL মডেল নম্বরের সাথে ব্লুটুথ এসইজি বা Bluetooth Special Interest Group-এর ওয়েবসাইটে দেখা গিয়েছে।

ব্লুটুথ এসআইজি-র লিস্টিং অনুযায়ী, Nokia N150DL স্মার্টফোনটি Bluetooth 5.0 ভার্সনের সাথে আসবে। এটি লেটেস্ট সংস্করণ নয় ঠিকই। তবে প্রযুক্তির তুলনায় সর্বষেশ Bluetooth 5.2 ভার্সনের চেয়ে খুব পিছিয়ে নেই।

Nokia N150DL কী নামে বাজারে আসবে তা এখনও অজানা। তবে এক টিপস্টার স্মার্টফোনটির রেন্ডার শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, রেডমির হ্যান্ডসেটে ক্যামেরা মডিউলটি যেমন হয়। নোকিয়ার ফোনেও মডিউলটি একইরকম ভাবে ডিজাইন করা হয়েছে। সেখানে তিনটি ক্যামেরার অবস্থান স্পষ্ট।

Nokia N150DL এর ব্যাক প্যানেলটি প্ল্যাস্টিকের। ফোনটির সামনে ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে এবং নীচে পুরু চিন রয়েছে। এছাড়া ফোনের ফ্রেমের নিম্নদেশে একটি ইউএসবি সি পোর্ট, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক আছে‌। Nokia N150DL সংস্থার C সিরিজের অধীনে লঞ্চ হবে কিনা, তা খুব শীঘ্রই জানা যাবে বলে আশা করা যায়।