Nokia PureBook Fold 14: ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে নোকিয়া, পেল Bluetooth SIG থেকে অনুমোদন

এই মুহূর্তে Nokia ব্র্যান্ডের ল্যাপটপ আনার লাইসেন্স রয়েছে ফ্রান্সের স্টার্ট আপ OffGlobal এর হাতে। সংস্থাটি ইতিমধ্যেই ১৫.৬ ইঞ্চি ও ১৭.৩ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ এনেছে। এখন শোনা যাচ্ছে, তারা Nokia PureBook Foldable সিরিজের কয়েকটি ল্যাপটপ আনার উপর কাজ করছে। এরমধ্যে একটি ল্যাপটপ সম্প্রতি ব্লুটুথ সার্টিফিকেট, Bluetooth SIG থেকে অনুমোদন লাভ করেছে।

Nokia PureBook Foldable সিরিজের ল্যাপটপ পেল Bluetooth SIG এর অনুমোদন

NokiaMob এর রিপোর্ট অনুযায়ী, OffGlobal শীঘ্রই পাঁচটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। এগুলি সবই Nokia PureBook Foldable সিরিজের ল্যাপটপ হবে। এই ল্যাপটপগুলি IFA2022 ইভেন্টে উন্মোচিত হতে পারে।

গতকাল নোকিয়া পিওরবুক ল্যাপটপ সিরিজের আলোচ্য ল্যাপটপটিকে ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখানে ডিভাইসটি D061241 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে এর নাম জানা যায়নি। তবে রিপোর্টে বলা হয়েছে যে, এটি Nokia PureBook Fold 14 নামে আসতে পারে।

যাইহোক এর আগে Nokia ব্র্যান্ডের কোনো ফোল্ডেবল স্ক্রিনের ল্যাপটপ আমরা দেখিনি। সেক্ষেত্রে এটি একটি বিশেষ চমক হতে পারে। তবে Nokia PureBook Fold 14 ল্যাপটপের জনপ্রিয়তা যে স্ক্রিনের পাশাপাশি হার্ডওয়্যার স্পেসিফিকেশনের উপরও নির্ভর করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।