ভারতের বাজারে এল Nokia Purebook X14 ল্যাপটপ, আছে ইন্টেলের i5 প্রসেসর

স্মার্টফোন, ফিচার ফোন ও টিভির পর এবার ভারতে ল্যাপটপের বাজারেও পা রাখলো Nokia। ফ্লিপকার্টে আজ অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Nokia Purebook X14 নামের মিড রেঞ্জ ল্যাপটপট। মাত্র ১.১ কেজি হালকা ও ১৬.৮ মিমি পাতলা নোকিয়ার এই ল্যাপটপ সিঙ্গেল কনফিগারেশনে বাজারে উপলব্ধ হবে। জানিয়ে রাখি এর আগে ফ্লিপকার্টের হাত ধরেই ভারতে ৫৫ ইঞ্চি সহ বিভিন্ন সাইজের স্মার্ট টিভি এনেছিল ফিনিশ কোম্পানিটি।

Nokia Purebook X14 এর দাম ও লভ্যতা

ফ্লিপকার্টে নোকিয়া পিওরবুক এক্স১৪-এর দাম রাখা হয়েছে ৫৯,৯৯০ টাকা। তবে এটি এখনই ক্রয় করা যাচ্ছে না। এর প্রি-বুকিং শুরু হবে আগামী ১৮ই ডিসেম্বর থেকে। ল্যাপটপটি কিনলেই এর সাথে Spotify প্রিমিয়ামের ৬ মাসের সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাবে। ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামের অ্যালয় দিয়ে তৈরি এই ল্যাপটপে রয়েছে ম্যাট ব্ল্যাক ফিনিশ।

Nokia Purebook X14 এর স্পেসিফিকেশন, ফিচার

নোকিয়া পিওরবুক এক্স১৪ ল্যাপটপে পাবেন ডলবি ভিশনযুক্ত ১৪ ইঞ্চি এফএইচডি এলইডি ডিসপ্লে। যার চারপাশে আছে ৪.৮ মিমি আল্ট্রা স্লিম বেজেল। এখানে ১৭৮ ডিগ্রী পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে। ল্যাপটপে থাকছে ব্যাকলিট কিবোর্ড ও মাল্টি জেশ্চার সাপোর্টের সাথে বড়ো টাচপ্যাড।

Nokia Purebook X14-এ ইন্টেলের টেনথ জেনারেশন কোর i5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার বেস ফ্রিকোয়েন্সি ১.৬ গিগাহার্টজ ও টার্বো ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ ৪.২ গিগাহার্টজ। গ্রাফিক্সের জন্য এতে ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিক্স ইন্টিগ্রেট করা আছে। এছাড়া ল্যাপটপে ৮ জিবি DDR4 র‌্যাম ও ৫১২ জিবি NVMe এসএসডি স্টোরেজ উপলব্ধ।

ভিডিও কলিং বা গ্রুপ চ্যাটের জন্য নোকিয়ার এই ল্যাপটপে পাওয়া যাবে এইচডি ওয়েবক্যাম। সিকিউর লগইনের জন্য ল্যাপটপে থাকবে উইন্ডোজ হেলো। দুদার্ন্ত সাউন্ডের জন্য ল্যাপটপে থাকছে ডলবি এটমস স্পিকার। কানেক্টিভিটি অপশন হিসেবে ল্যাপটপে আছে ৫গিগাহার্টজ/২.৪ গিগাহার্টজের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, দুটো ইউএসবি ৩.১ পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট, ইউএসবি টাইপ সি ৩.১ পোর্ট, এইচডিএমআই পোর্ট, প্রভৃতি।