50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Nokia-র নতুন ফোন, পেল FCC থেকে ছাড়পত্র

Xiaomi, Samsung-এর মতো একাধিক স্মার্টফোন ব্র্যান্ড নতুন বছরে তাদের নয়া ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই Nokia-ও। জনপ্রিয় ব্র্যান্ডটি চলতি বছরের প্রথম কোয়ার্টারে বেশ কয়েকটি ফোন বাজারে আনতে পারে। যার মধ্যে একটি ফোন আজ আমেরিকার এফসিসি সাইট থেকে সার্টিফিকেশন লাভ করেছে। এই ফোনটি বাজেট রেঞ্জে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এর নাম জানা যায়নি।

Nokia-এর নতুন স্মার্টফোনের একাধিক ভ্যারিয়েন্টকে দেখতে পাওয়া গেল FFC সাইটে

নোকিয়ার আসন্ন স্মার্টফোনটির ছয়টি ভ্যারিয়েন্টকে আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনের (FCC) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টগুলি হল – Nokia TA-1418, Nokia TA-1404, Nokia TA-1412, Nokia TA-1415, Nokia TA-1405 এবং Nokia TA-1401। এগুলির মধ্যে সাইটের লিস্টিং থেকে Nokia TA-1404 ও Nokia TA-1412 মডেল দুটির ডিজাইন, ক্যামেরা সহ বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। অনুমান করা হচ্ছে, একটি ফোনই সামান্য ‌কিছু পরিবর্তন সহ বিভিন্ন দেশে লঞ্চ হবে বলে এদের মডেল নম্বর আলাদা আলাদা রাখা হয়েছে। তবে কোন মডেল নম্বরের ফোন কোথায় লঞ্চ হবে তা অজানা

যাইহোক, প্রথমেই ডিজাইনের কথা বলি, আসন্ন এই নোকিয়া ডিভাইসের পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি সেন্সর দেওয়া হবে, যেগুলি উল্লম্বভাবে বা ভার্টিক্যালি অবস্থিত। আবার ফোনটির সামনে দেখা যাবে পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে এবং কাট আউটটি ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর থাকবে।

Nokia TA-1404 ও Nokia TA-1412 – এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে উল্লেখিত মডেল নম্বরগুলির সব স্পেসিফিকেশন প্রকাশ্যে না আসলেও জানা গেছে, Nokia TA-1404 ও Nokia TA-1412 মডেল দুটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনগুলির সামনে পাঞ্চ-হোল কাট-আউটের মধ্যে দেখা যেতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Nokia TA-1404 মডেলটি ডুয়েল সিম কার্ড সাপোর্ট ও ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসতে পারে। অন্যদিকে Nokia TA-1412 মডেলটি সিঙ্গেল সিম কার্ড সাপোর্টের সাথে ৩ জিবি র‍্যাম +৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে বাজারে পা রাখতে পারে।

সাইটের লিস্টিং থেকে আরও জানা গেছে, এই মডেলগুলিতে ব্যবহার করা হতে পারে ইউনিএসওসি (Unisoc) চিপসেট। এর আগে শুধু নোকিয়ার ‘সি'(C) সিরিজের স্মার্টফোনগুলিতেই ইউনিএসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এই নতুন স্মার্টফোনগুলি নোকিয়ার ‘সি’ সিরিজের স্মার্টফোন হবে কিনা তা এখনও জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনগুলিতে দেওয়া হতে পারে WT341 মডেল নম্বর যুক্ত ৪,৯০০ এমএএইচ ব্যাটারি।