BGMI Preload: অপেক্ষার অবসান, 29 মে থেকে মোবাইলে খেলা যাবে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া

ইতিমধ্যেই কিছু ব্যবহারকারীরা মধ্যরাত থেকে BGMI -এর অটোমেটিক আপডেট পেতে শুরু করে দিয়েছে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে ফিরলো ‘Battlegrounds Mobile India’ (BGMI)। যদিও এই মুহূর্তে এই ব্যাটেল রয়্যাল স্টাইলের গেমটিকে খেলা যাবে না। কেননা ডেভেলপার সংস্থা ক্র্যাফটন (Krafton) আপাতত এই গেমটিকে এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রিলোড করার জন্য উপলব্ধ করেছে৷ আর ব্যবহারকারীরা আগামী সোমবার অর্থাৎ ২৯শে মে থেকে পুনরায় BGMI খেলতে পারবেন বলে জানান হয়েছে। এদিকে আইওএস (iOS) ডিভাইস ব্যবহারকারীরা আগামীকাল অর্থাৎ ২৮শে মে থেকে এই গেমটি ডাউনলোড করতে পারবেন।

এক্ষেত্রে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিছু ব্যবহারকারীরা মধ্যরাত থেকে BGMI -এর অটোমেটিক আপডেট পেতে শুরু করে দিয়েছে। এই আপডেটটি গেমের প্রিলোড প্রক্রিয়ার অংশ। সংস্থার দাবি অনুসারে, গেমারদের স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স প্রদানের উদ্দেশ্যে পর্যায়ক্রমিকভাবে গেমটি রিলিজ করা হবে বিভিন্ন অঞ্চলে। এরফলে ল্যাগিং ইস্যু ছাড়াই দুর্দান্ত গেমপ্লে উপভোগ করা যাবে। অতএব বর্তমানে BGMI -এর নতুন ভার্সনটি নির্দিষ্ট সংখ্যক কিছু ভারতীয়দের কাছে মোবাইলে প্রিলোড করার জন্য উপলব্ধ। তবে সংস্থার মন্তব্য শুনে মনে হচ্ছে, খুব শীঘ্রই সবার জন্য গেমটিকে রিলিজ করা হবে।


লেটেস্ট ভার্সনে নতুন মানচিত্র, ইন-গেম ইভেন্ট সহ একাধিক উল্লেখযোগ্যফিচার অফার করবে BGMI

ক্র্যাফটনের সাম্প্রতিক টুইট অনুসারে, আগামী ২৯শে মে থেকে ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ প্রেমীরা রোমাঞ্চকর ডিজিটাল যুদ্ধক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হবেন। সর্বোপরি গেমটির লেটেস্ট আপডেটে – নতুন ম্যাপ, ইন-গেম ইভেন্ট সহ নানাবিধ উল্লেখযোগ্য ফিচার অফার করা হচ্ছে, যা এই ব্যাটেল রয়্যাল স্টাইল মোবাইল গেমটিকে আরো আকর্ষণীয় করে তুলবে গেমারদের কাছে।

BGMI -এর প্রিলোড ভার্সন উপলব্ধ করার পাশাপাশি সংস্থাটি ‘ইন্ডিয়া কি হার্টবিট’ (India Ki Heartbeat) নামের একটি মার্কেটিং ক্যাম্পাইনও চালু করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসাবে, সেইসকল গেমারদের গল্প দেখানো হবে যারা গেমের সাথে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত এবং গভীর সম্পর্ক যুক্ত।

প্রসঙ্গত ক্র্যাফটন জানিয়েছে, BGMI মোবাইল গেম লঞ্চ হওয়ার মাত্র ১ বছরের মধ্যে ১০ কোটিও বেশি ব্যবহারকারী তাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হয়েছে। ডেভলপার সংস্থাটি আরো বলেছে যে, তাদের এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল স্টাইলের গেমটি মেইনস্ট্রিম টেলিভিশনে সম্প্রচারিত প্রথম ই-স্পোর্ট ইভেন্ট হওয়ার তকমাও পেয়েছে। যারপর ২.৪ কোটি সহগামী এবং মোট ২০ কোটি দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছিল BGMI। যদিও জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও গত বছর নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেওয়া হয়। আর এই একই কারণেই ভারতেও BGMI -কে ব্যান করা হয়। যদিও গেমটির মূল বা পূর্ববর্তী সংস্করণ অর্থাৎ ‘PlayerUnknown’s Battlegrounds’ (PUBG) নিরাপত্তাজনিত সমস্যা এবং চীনের সাথে সংযোগ থাকার অভিযোগে এখনও এদেশে নিষিদ্ধ।