Nokia T20 ট্যাবলেট 2K ডিসপ্লে ও শক্তিশালী 8,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, দাম জানুন

প্রত্যাশামতোই আজ নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী, HMD Global লঞ্চ করল নতুন ট্যাবলেট Nokia T20। একটি ভার্চুয়াল ইভেন্টে এই ট্যাবের উপর থেকে পর্দা সরানো হয়েছে। এর দাম শুরু হয়েছে প্রায় ১৭,০০০ টাকা থেকে। 2K ডিসপ্লের সাথে আসা Nokia T20 ট্যাবলেট Wi-FI ও Wi-FI+4G ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার ও ডুয়েল মাইক্রোফোন। এই ইভেন্টে আজ Rugged Case, Rugged Case+ Flip cover/stand, Nokia Micro Earbuds Pro প্রোডাক্ট তিনটিও লঞ্চ করা হয়েছে।

Nokia T20 দাম ও লভ্যতা

নোকিয়া টি২০ ট্যাবলেটের Wi-FI ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ১৭,২৫০ টাকা) থেকে। আবার Wi-FI+4G ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ২৩৯ ইউরো (প্রায় ২০,৬০০ টাকা) থেকে। এটি ৩ জিবি/ ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি/ ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। নোকিয়া টি২০ খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে এইচএমডি গ্লোবাল।

Nokia T20 স্পেসিফিকেশন, ফিচার

নোকিয়া টি২০ ট্যাবলেটে আছে ১০.৪ ইঞ্চি 2K (২,০০০ x ১,২০০ পিক্সেল) ডিসপ্লে, যার ব্রাইটনেস ৪০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য গ্লাস ব্যবহার করা হয়েছে। ট্যাবটি অক্টা-কোর Unisoc T610 প্রসেসর দ্বারা চালিত। আবার নোকিয়া টি২০ ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Nokia T20 ট্যাবলেটের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে। আবার সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সের মধ্যে ১০ ওয়াটের চার্জার পাওয়া যাবে। এই ব্যাটারি ফুল চার্জে একদিন পুরো ব্যাকআপ দেবে বলে কোম্পানির দাবি।

এছাড়া Nokia T20 ট্যাবলেটের কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE (অপশনাল), ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন‌ জ্যাক। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। কোম্পানি জানিয়েছে এতে ২ বছরের ওএস আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন