Nokia T20 ট্যাবলেট আসছে বড় ডিসপ্লে সহ, লঞ্চের আগেই ফাঁস দাম ও মুখ্য ফিচার

গ্রাহকদের ভরসা পুনরায় জিততে এবং বাজারে নিজের জনপ্রিয়তা ফিরে পেতে বিগত কয়েকমাসে ৯-১০টি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে Nokia (নোকিয়া)। ফিনল্যান্ডের প্রাচীন সংস্থার প্রত্যাবর্তনের এই প্রচেষ্টা গ্রাহক মহলে বেশ সমাদৃতও হয়েছে। কিন্তু এতেই যে তারা হাত গুটিয়ে বসে নেই, তা সাম্প্রতিক রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে। আসলে শোনা যাচ্ছে HMD Global (এইচএমডি গ্লোবাল)-এর মালিকানাধীন নোকিয়া, তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করতে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নোকিয়ামোব (Nokiamob)-এর এই রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই অনুষ্ঠিত হতে চলা একটি লঞ্চ ইভেন্টে (সম্ভবত মাল্টি-ডিভাইস ইভেন্টে) এই নতুন ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হতে পারে। শুধু তাই নয়, রাশিয়ার একটি সার্টিফিকেশন সাইটে ইতিমধ্যেই Nokia T20 (নোকিয়া টি ২০) নামের এই ট্যাবলেটকে খুঁজে পাওয়া গেছে।

Nokia T20 ট্যাবলেট সম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে

নোকিয়ামোব তাদের রিপোর্টে দাবি করেছে, নোকিয়া টি ২০ ট্যাবলেটে ১০.৩৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। অর্থাৎ ট্যাবলেটটি অপেক্ষাকৃত বড় স্ক্রিনসহ আসবে এবং এটিকে পড়াশোনা বা কাজের জন্য ব্যবহার করা যাবে। এছাড়া অনুমান করা হচ্ছে যে, নোকিয়া টি ২০ ট্যাবলেট ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে Wi-Fi এবং LTE সাপোর্ট থাকবে। তদ্ব্যতীত রিপোর্টে আরো দাবি করা হয়েছে Nokia T20 এর ফাংশন খুবই সাধারণ হবে।

Nokia T20 এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, নোকিয়া টি ২০ ফোনের LTE ভ্যারিয়েন্টটির দাম হবে ২০২ জিবিপি (আনুমানিক ২১,০০০ টাকা)। অন্যদিকে এর Wi-Fi ভ্যারিয়েন্টটি ১৮৫ জিবিপি (প্রায় ১৯,০০০ টাকা)-র বিনিময়ে বিক্রি হতে পারে।

আপাতত Nokia T20 ট্যাবলেট সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। যদিও কোম্পানির তরফে এখনও তাদের নতুন ডিভাইস সম্পর্কে কিছুই জানানো হয়নি। এমনকি এর লঞ্চের তারিখও নিশ্চিত হয়নি। তবে আশা করা যায়, শীঘ্রই আমরা ট্যাবলেটটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখতে পাবো এবং সেখান থেকে বিভিন্ন তথ্য উঠে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন