বাজার ধরার চেষ্টা, Nokia X, G সিরিজের একগুচ্ছ স্মার্টফোন শীঘ্রই বাজারে আসছে

Nokia খুব শীঘ্রই তাদের X এবং G-সিরিজের অধীনে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এরমধ্যে Nokia XR21 5G, Nokia X21 5G, এবং Nokia X11 5G নামের ফোনগুলি অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখিত ফোনগুলি স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি চিপসেট সহ আসতে পারে। আবার অন্যান্য X এবং G-সিরিজের স্মার্টফোনগুলিও নাম এখনো প্রকাশ্যে না এলেও, এগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল থাকবে বলে একটি নয়া রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও, এইচএমডি গ্লোবাল মালিকাধীন সংস্থাটির তরফ থেকে তাদের আসন্ন ডিভাইসগুলির লঞ্চের তারিখ সম্পর্কিত কোনো তথ্যই এখনো ঘোষণা করা হয়নি।

একগুচ্ছ নতুন X এবং G সিরিজ স্মার্টফোনের সাথে হাজির হতে চলেছে Nokia

Nokiapoweruser তাদের একটি রিপোর্ট দাবি করেছে যে, নোকিয়া তাদের এক্স-সিরিজের অধীনে একাধিক উল্লেখযোগ্য স্মার্টফোন আনতে চলেছে। একই সাথে জানা গেছে যে, কয়েকটি নতুন টপ-এন্ড হ্যান্ডসেটকেও লঞ্চ করা হতে পারে জি-সিরিজের অধীনে। এছাড়া, এই প্রত্যেকটি আপকামিং স্মার্টফোন চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই আত্মপ্রকাশ করতে চলেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। যদিও সমস্ত মডেলের নাম এখনও অজানা সম্ভব হয়নি। তবে, ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, তিনটি এক্স-সিরিজ স্মার্টফোনের নাম সম্ভবত আলাদা হতে পারে।

প্রসঙ্গত, একটি পূর্ববর্তী রিপোর্টে বলা হয়েছিল যে, নোকিয়া এক্সআর২১ ৫জি (Nokia XR21 5G), নোকিয়া এক্স২১ ৫জি (Nokia X21 5G) এবং নোকিয়া এক্স১১ ৫জি (Nokia X11 5G), এই তিনটি স্মার্টফোনকেও পোর্টফোলিওতে সংযুক্ত করার পরিকল্পনা করছে নোকিয়া। উপরিউক্ত এক্স এবং জি-সিরিজের আপকামিং মডেলের ন্যায়, আলোচ্য ফোন-ত্রয়ীকেও ২০২২ সালের তৃতীয় বা চতুর্থ কোয়ার্টারে লঞ্চ হবে। যদিও নোকিয়া কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করায়, এই সময়কাল কতটা সঠিক তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে, উল্লিখিত প্রত্যেকটি হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৬শে এপ্রিল, নোকিয়া তাদের জি-সিরিজ লাইনআপের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল ভারতে। Nokia G21 নামের এই স্মার্টফোনের দাম শুরু হয়েছিল ১২,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম+৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। সংস্থার ওয়েবসাইট অনুসারে, উক্ত স্মার্টফোনটিকে দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যথা – ডাস্ক এবং নর্ডিক ব্লু।

আর ফিচার হিসাবে নোকিয়া জি২১ স্মার্টফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড ১১ চালিত এই হ্যান্ডসেটে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। একই সাথে, ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।