Nokia X100, Nokia G300 5G একদিন পরেই আসছে? দেখা গেল Netflix HDR সাপোর্টেড ডিভাইস তালিকায়

আগামী ৬ অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে HMD Global। এই ইভেন্টে একাধিক স্মার্টফোন লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি Nokia T20 নামে একটি ট্যাবলেটের ওপর থেকেও পর্দা সরানো হবে। আবার আসন্ন‌ ফোনগুলি মধ্যে দুটির নাম Nokia X100 ও Nokia G300 5G হতে পারে। সম্প্রতি এই দুটি ফোনকে Netflix-র HDR সাপোর্ট যুক্ত ভিভাইসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে Nokia G300 5G ফোনটির রেন্ডার সহ স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল।

Nokia X100 ও Nokia G300 5G আগামী ৬ অক্টোবর লঞ্চ হবে?

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স কোন কোন ডিভাইসে এইচডিআর সাপোর্ট করে তার একটি তালিকা প্রকাশ করে। এখানে একাধিক নোকিয়া ফোন দেখা গেছে। যার মধ্যে রয়েছে ইতিমধ্যেই লঞ্চ হওয়া নোকিয়া ৮.৩ ৫জি, নোকিয়া জি৫০, নোকিয়া এক্সআর ২০, নোকিয়া এক্স ১০, নোকিয়া এক্স ২০। তবে এখানে আপকামিং নোকিয়া এক্স ১০০ ও নোকিয়া জি৩০০ ৫জি ফোনকেও খুঁজে পাওয়া গেছে। ফলে ফোন দুটি ৬ অক্টোবর লঞ্চ হতে পারে বলে অনেকে অনুমান করছেন।

কয়েকদিন আগেই Nokia G300 5G ফোনের রেন্ডার সামনে এসেছিল। জানা গেছে এই ফোনে ৬.৫৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি থাকবে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং ডিজাইন ওয়াটার ড্রপ নচ। ফোনটি স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের সাথে আসবে। এই ফোনের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৪,৪৭০ এমএএইচ ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনটি ৬৪ জিবি স্টোরেজ সহ আসতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

তবে Nokia X100 সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও X সিরিজে কোম্পানি 5G কানেক্টিভিটির স্মার্টফোন এনে থাকে, এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন