সস্তা 5G ফোন হবে Nokia X20, থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর

HMD Global আগামী মাসের ৮ তারিখ বাজেট ও মিড রেঞ্জে Nokia G10, Nokia X10 এবং Nokia X20 ফোন তিনটি লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই ফোনগুলির মুখ্য স্পেসিফিকেশন আমাদের সামনে এসেছে। জানা গেছে নোকিয়া জি১০ ৪জি কানেক্টিভিটি সহ আসবে। আবার ৫জি সাপোর্টের সাথে লঞ্চ হবে নোকিয়া এক্স১০ ও নোকিয়া এক্স২০। আজ বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চ (Geekbench) থেকে Nokia X20 ফোনটির প্রসেসর সহ আরও তথ্য জানা গেছে।

গিকবেঞ্চে নোকিয়া এক্স২০ কে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর সহ দেখা গেছে। টিপস্টাররা আগেই জানিয়েছিলেন এই ফোনে স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও গিকবেঞ্চ থেকে জানা গেছে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও ৬ জিবি র‌্যামের সাথে আসবে। এখানে ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫০৭ ও ১৬৬১ স্কোর করে। যা প্রমান করে এই ফোনটি মিড রেঞ্জে লঞ্চ হবে।

Nokia X20 সিরিজের দাম ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এর আগে NokiaPowerUser এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, নোকিয়া এক্স২০ ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। এর দাম হবে ৩৪৯ ইউরো (প্রায় ৩০,৩০০ প্রায়)-র কাছাকাছি। আবার ফোনটি ব্লু ও স্যান্ড কালারে পাওয়া যাবে।

আবার এই ফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। সাথে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল বা কোয়াড ক্যামেরা, ৪,০০০ এর কাছাকাছি ব্যাটারি, ওয়াটার ড্রপ নচ বা পাঞ্চ হোল ডিসপ্লে।

এই সিরিজের আরেকটি ফোন, অর্থাৎ নোকিয়া এক্স১০ ৬ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ আসবে। এর মূল্য রাখা হবে ৩০০ ইউরো, যা প্রায় ২৬,০০০ টাকার সমান। তবে আমাদের বিশ্বাস ফোনটির ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও থাকবে। রিপোর্টে বলা হয়েছে ফোনটি দুটি কালারে পাওয়া যাবে- হোয়াইট ও গ্রীন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন