Ather 450+: দুর্দান্ত এই ই-স্কুটারের দাম কমল ২৪ হাজার টাকা

মহারাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি নীতি কার্যকর হওয়ার ফলে একধাক্কায় অনেকটা দাম কমল Ather 450+ ইলেকট্রিক স্কুটারের। বৈদ্যুতিক স্কুটারটির প্রস্তুতকারক সংস্থা Ather Energy আজ জানিয়েছে, মহারাষ্ট্রে Ather 450+-এর দাম প্রায় কুড়ি শতাংশ কমেছে।

এথার এনার্জির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও টুইটার বার্তায় ঘোষণা করেছেন, ইভি সাবসিডি অবশেষে মহারাষ্ট্রে কার্যকর হতে চলেছে। রাজ্য সরকারের দেওয়া ভর্তুকি ধরে Ather 450+-এর দাম ২৪ হাজার টাকা কমেছে। অর্থাৎ স্কুটারটি কিনতে মহারাষ্ট্রবাসীকে ১ লাখ ৩ হাজার টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, Ather 450+ ভারতের কোথাও এত কমে পাওয়া যাবে না। দিল্লি-এনসিআর অঞ্চলের প্রসঙ্গে আসলে কেন্দ্রীয় সরকারের ফেম-টু ভর্তুকি ধরে ই-স্কুটারটির দাম পড়বে ১ লাখ ২৮ হাজার টাকা। তবে দিল্লি সরকারের ভর্তুকি ধরলে দাম কিছুটা নীচে নামবে।

Ather 450+ স্কুটারটি একটানা ৭০ কিলোমিটার পথ চলতে পারে৷ ২.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে এতে. প্রতি মিনিটের চার্জে এক কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ই-স্কুটার। অর্থাৎ এক ঘন্টার চার্জে এটি ৬০ কিলোমিটারের মাইলেজ দেবে৷ স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় নেয় ৩.৯ সেকেন্ড।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন