Realme GT Neo 3: এই রেকর্ড ব্রেকিং চার্জিং স্পিডের স্মার্টফোন চলতি মাসেই লঞ্চ হচ্ছে, নিশ্চিত করল রিয়েলমি

খুব ঘনঘন নতুন নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য পরিচিত রিয়েলমি (Realme)। আর ২০২২ সালেও যে তার ব্যতীক্রম হবে না, সেটা বছরের শুরু থেকেই স্পষ্ট৷ ফ্ল্যাগশিপ,মিড-রেঞ্জ, বাজেট, নানা সেগমেন্টে নয়া হ্যান্ডসেট লঞ্চ করেছে তারা। এবার সংস্থাটি একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে। যা গত বছরের Realme GT Neo 2-এর আপগ্রেড ভার্সন, Realme GT Neo 3৷ ডিভাইসটি চলতি মাসে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে।

Realme GT Neo 3 ঠিক কত তারিখে লঞ্চ হবে, সেই নিয়ে কিছু জানায়নি সংস্থা। তবে স্মার্টফোনটির কয়েকটি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে সংস্থা। রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোয় একটি পোস্টার শেয়ার করে Realme GT Neo 3-এর রিয়ার ক্যামেরা মডিউলের একঝলক দেখিয়েছেন।

Realme GT Neo 3 এর প্রাইমারি ক্যামেরা যে OIS সাপোর্টের সাথে আসবে, তা নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এতে একটি ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) মেইন ক্যামেরা থাকবে৷ যাকে যোগ্য সঙ্গত দেবে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

Realme GT Neo 3 অন্যান্য স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোন ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহযোগে বাজারে আসতে পারে।

রিয়েলমি জিটি নিও ৩ দু’টো ব্যাটারি অপশনে উপলব্ধ হবে বলেও শোনা যাচ্ছে। দাবি করা হয়েছে, রিয়েলমি জিটি নিও ৩ এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি ভ্যারিয়েন্ট ৮০ ওয়াট চার্জিং এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ১৫০ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং সাপোর্ট করবে।