Nokia XR20 স্মার্টফোনে Android 12 আপডেট রোলআউট হল, আপনি পেয়েছেন?

স্মার্টফোনের ব্যবসায় প্রত্যাবর্তনের পর নোকিয়ার মূল মন্ত্রগুলির মধ্যে অন্যতম ছিল ঠিকমতো সফটওয়্যার আপডেট সরবরাহ করে ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করে তোলা। সে কাজে কিছুটা হলেও সফর হয়েছে তারা৷ সংস্থার রাগেড হ্যান্ডসেট হিসাবে পরিচিত Nokia XR20 ব্যবহারকারীরা Android 12 আপডেট পেতে শুরু করেছেন বলে খবর সামনে এসেছে।

গত বছরের অক্টোবরে Android 11 প্রি-ইনস্টলড অবস্থায় Nokia XR20 লঞ্চ হয়েছিল। জিএসএমএরিনার রিপোর্ট অনুযায়ী, এখন ফিনল্যান্ডে এই হ্যান্ডসেটের কয়েকজন ব্যবহারকারী নতুন আপডেটের মাধ্যমে Android 12-এ সিস্টেম আপগ্রেড করতে পেরেছেন বলে দাবি করেছেন। এই মুহূর্তে ইউরোপের কয়েকটি দেশে আপডেটটি ডাউনলোড করা যাচ্ছে বলে খবর এসেছে।

লেটেস্ট সফটওয়্যার আপডেট ডাউনলোড এবং ইন্সটল করে ইউজারেরা দেখেছেন, তাদের Nokia XR20 স্মার্টফোন Android 12-এর পাশাপাশি মার্চের সিকিউরিটি প্যাচ রোলআউট হয়েছে। বলাবাহুল্য, গুগল নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে যে নতুন ফিচারগুলি দিয়েছে, ব্যবহারকারীরা সেগুলি অ্যাক্সেস করতে পারবেন‌। আগামী ক’সপ্তাহের ।মধ্যে ভারতেও Nokia XR20 গ্রাহকেরা নয়া আপডেট পেয়ে যাবেন বলে আশা করা যায়।

Nokia XR20 স্পেসিফিকেশন

নোকিয়া এক্সআর২০ স্মার্টফোন ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর, আইপি৬৮ রেটিং, ৪ জিবি / ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড + ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৪৬৩০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।