Nokia XR20: স্ক্রিন ভাঙলেও নো-চিন্তা, একবছর নিখরচায় সারিয়ে দেবে নোকিয়া, এই ফোন কিনবেন?

আজ অর্থাৎ ৩০ অক্টোবর থেকে শুরু হল Nokia XR20 স্মার্টফোনের সেল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.com) থেকে ফোনটি পাওয়া যাবে। গত সপ্তাহে এই ফোনটি ভারতে এসেছিল। রাগেড্ ডিজাইনের Nokia XR20 ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৪,৬৩০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি। আবার এতে ওয়্যারড এবং ওয়্যারলেস উভয় চার্জিং টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। তবে ফোনটির অন্যতম বিশেষত্ব হল, এটি MIL-STD810H সার্টিফায়েড, ফলে ১.৮ মিটার উচ্চতা থেকে পরে গেলেও অক্ষত থাকবে এই ফোন। একই সাথে, যে কোনও আবহাওয়া সহ্য করার ক্ষমতাও আছে এর। আসুন Nokia স্মার্টফোনের দাম, লভ্যতা ও ফিচারের প্রসঙ্গে বিশদে জেনে নিই…

Nokia XR20 দাম ও লঞ্চ অফার

ভারতে, নোকিয়া এক্সআর ২০ স্মার্টফোনকে ৪৬,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এটি গ্রানাইট এবং আল্ট্রা ব্লু কালারে এসেছে। আগ্রহীরা এই স্মার্টফোনকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.com) থেকে কিনতে পারবেন। তবে, দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং সাইটগুলিতে এই ফোন কবে থেকে উপলব্ধ হবে তা এখনো জানা যায়নি।

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এই ফোনের সাথে বিনামূল্যে এক বছরের স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন।

Nokia XR20 স্পেসিফিকেশন

নোকিয়া এক্সআর ২০ ফোনে, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯ এবং পিক ব্রাইটনেস ৫০০ নিটস এবং এটি কর্নি গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ এসেছে৷ নোকিয়ার এই লেটেস্ট ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর, যা কিনা লো-এন্ড ৫জি প্রসেসর হিসাবেও পরিচিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। থাকছে, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তদুপরি, সিকিউরিটির জন্য হ্যান্ডসেটের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা আছে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Nokia XR20 ফোনে ডুয়েল ফ্ল্যাশ সহ ZEISS ব্র্যান্ডেড ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮) এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮)। একই সাথে, সেলফি তোলার জন্য এতে, এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের ফিক্স-ফোকাসড ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

রাগেড্ ডিজাইনের এই স্মার্টফোনে QZO প্লেব্যাক সাপোর্ট সহ স্টেরিও স্পিকার পাওয়া যাবে। আবার, উইন্ড নয়েজ ক্যান্সেলশন টেকনোলজির সাথে OZO স্পেশিয়াল অডিও রেকর্ডিং করা যাবে এতে। অন্যদিকে, কানেক্টিভিটির জন্য থাকছে, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, জিপিএস, ন্যাভআইসি (NavIC), এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। হ্যান্ডসেটে ৪,৬৩০ এমএএইচ ব্যাটারি আছে, যার সাথে ১৮ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোন IP68 রেটিং প্রাপ্ত। তাই এটি জল ও ধুলো প্রতিরোধ করতে সক্ষম। আবার, MIL-STD810H সার্টিফায়েড হওয়ার দরুন ফোনে ‘ড্রপ রেজিস্ট্যান্স’ ফিচারও বর্তমান। ফলে ১.৮ ফুটের উচ্চতা থেকে ডিভাইসটি পরে গেলেও এর কোনো ক্ষতি হবে না। Nokia XR20 এর ওজন ২৪৮ গ্রাম।