Nokia XR20 বাজেট রেঞ্জে Snapdragon 480 প্রসেসর সহ আসছে, দেখা গেল Geekbench-এ

HMD Global চলতি বছরে তাদের বাজেট 5G ফোনের জন্য X সিরিজের সূচনা করেছে। ইতিমধ্যেই এই সিরিজের অধীনে Nokia X10 ও Nokia X20 ফোন দুটি লঞ্চ হয়েছে। তবে শীঘ্রই এই সিরিজের আরো একটি ফোন বাজারে আসছে। আসলে Nokia XR20 (নোকিয়া এক্সআর২০) নামের একটি ফোনকে সম্প্রতি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench (গিকবেঞ্চ)-এ দেখা গেছে। এই ফোনে কোয়ালকমের 5G প্রসেসর থাকবে। ফোনটি কয়েকমাসের মধ্যেই লঞ্চ হবে বলে অনুমান করা যেতে পারে।

Geekbench লিস্টিং অনুযায়ী, Nokia XR20 ফোনে SM4350 প্রসেসর ব্যবহার করা হবে। এটি আসলে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের মডেল নম্বর। অর্থাৎ ফোনটি যে 5G সাপোর্টের সাথে বাজেট রেঞ্জে আসবে তা নিশ্চিত ভাবে বলা যায়। আবার এখানে ফোনটিকে ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত থাকতে দেখা গেছে। যদি আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরো কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে।

এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সহ আসবে বলে জানা গেছে। যেহেতু নোকিয়ার ফোনে স্টক অ্যান্ড্রয়েড থাকে, তাই নোকিয়া এক্সআর২০ -এও কোনো কাস্টম ওএস দেখা যাবে না। Geekbench-এ ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫০৯ ও ১৪৫৫ স্কোর করেছে।

যদিও Nokia XR20 এর ডিসপ্লে, ব্যাটারি ও অন্যান্য তথ্য এখনো অজানা। তবে আশা করা যায় শীঘ্রই এই ফোন কে অন্যান্য সার্টিফিকেশন সাইটেও দেখা যাবে এবং সেখান থেকে এর বাকি স্পেসিফিকেশন সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন