সরকারের দাবি না মেনে এবার দেশ ছাড়লো NordVPN, পরিষেবা মিলবে?

NordVPN এবার ভারতের বাজার থেকে তাদের ফিজিক্যাল সার্ভার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল। ভিপিএন নিয়ে ভারত সরকারের নতুন আইনের প্রতিবাদে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, নয়া নিয়মে সরকারের পক্ষ বলা হয়েছে, ভিপিএন কোম্পানিগুলিকে পাঁচ বছরের জন্য ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে হবে এবং প্রয়োজনে তা কর্তৃপক্ষকে দিতে হবে। নতুন আইনটি ২৮ শে জুন থেকে কার্যকর হচ্ছে।

সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বড় বড় ভিপিএন সংস্থাগুলি। NordVPN আগেই জানিয়েছিল, সরকার যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে তারা ভারতের বাজার থেকে তাদের ব্যবসা সরিয়ে ফেলতে বাধ্য হবে। এর আগে, Surfshark, ExpressVPN ভারতে তাদের সর্ভার বন্ধ করার ঘোষণা করেছিল।

তবে বলে রাখি, ভারত থেকে ফিজিক্যাল সার্ভার বন্ধ করার অর্থ এই নয় যে, সংস্থাগুলি তাদের পরিষেবা বন্ধ করছে। NordVPN ব্যবহারকারীরা নতুন আইপি অ্যাড্রেস দিয়ে পরিষেবা উপভোগ করতে সক্ষম হবেন। প্রসঙ্গত, অন্যান্য সংস্থার মতো NordVPN-ও ভার্চুয়াল সার্ভার ব্যবহার করবে এবং ভারতীয় ইউজাররা ভারতের আইপি অ্যাড্রেস পাবেন,

Virtual Private Network কি?

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এমন একটি নেটওয়ার্ক, যা আপনার ডেটা এনক্রিপ্ট করে এবং আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে। ফলে আপনার (ইন্টারনেট) পরিচয় কেউ জানতে পারে না। আপনি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কগুলিতেও ভিপিএন ব্যবহার করতে পারেন। ভিপিএন এর সবচেয়ে বড় সুবিধা হল যে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না। কেউ জানে না আপনি কী খুঁজছেন, আপনি কম্পিউটার বা মোবাইলে কী করছেন। ওপেন নেটওয়ার্কে থাকাকালীন, যখনই আপনি কিছু অনুসন্ধান করেন, তখন সাইটগুলি কুকিজের মাধ্যমে আপনার তথ্য গ্রহণ করে এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে।