Mi 1 ফোন ব্যবহার করেন? পুরো টাকা ফেরত দেবে Xiaomi

১০ বছর আগে যদি আপনি এই ফোন কিনে থাকেন, তাহলে আজ পুরো অর্থই ফেরত পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু ভারতের সেরা স্মার্টফোন বিক্রেতা Xiaomi, এমনই ঘোষণা করেছেন। তাদের ২০১১ সালে লঞ্চ করা Mi 1 (এমআই ১) ফোনটির ১০ বছর পূর্তি উপলক্ষে Xiaomi এই অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হয়েছে। স্মার্টফোন বাজারে নিজেদের সফলতা উদযাপন করে নিতে, জনপ্রিয় ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা প্রি-অর্ডারকারী এমআই ১ ক্রেতাদের প্রত্যেককে সম্পূর্ণ দাম ফেরত দেবে। তাই আপনি যদি এই ফোনটি প্রি-অর্ডার করেন এবং এখনও ব্যবহার করেন, তাহলে কোম্পানির কাছ থেকে টাকা ফেরত নিয়ে নতুন ফোন কেনার পরিকল্পনা শুরু করুন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফোনের দাম ফেরত দেবে শাওমি।

Mi 1 ক্রেতাদের ফোনের দাম ফেরত দেবে Xiaomi

এক দশক আগে চালু হওয়া এমআই ১ ফোনটির প্রায় ১,৮৪,৬০০ ইউনিট বিক্রয় করেছে বলে শাওমি ইতিমধ্যেই জানিয়েছে। এই ফোনের দাম ছিল ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৯১২ টাকা)। সেক্ষেত্রে বলে রাখি, সংস্থাটি ফোনের দাম রিফান্ড হিসেবে দেওয়ার কথা বললেও ক্রেতারা নগদ অর্থ পাবেন না। ওয়েইবো পোস্ট অনুযায়ী, শাওমি, টাকার বদলে অনলাইন স্টোর ক্রেডিটের সাহায্য নেবে। ফলে যারা সংস্থার ডিভাইসের ওপর ভরসা রাখেন, তাদের জন্য এই ক্রেডিট অত্যন্ত লাভদায়ক। কারণ এই ক্রেডিট ব্যবহার করে কেনা যাবে ব্র্যান্ডের অন্যান্য নতুন প্রোডাক্ট।

যেমন ১,৯৯৯ ইউয়ান বা প্রায় ২২,৯১২ টাকার বিনিময়ে আগ্রহীরা কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট চালিত Redmi Note 10 Pro এবং Poco X3 Pro-এর মতো ফোনগুলি কিনতে পারবেন। আবার স্মার্টফোনের প্রয়োজন না থাকলে, কোম্পানির স্মার্ট হোম গ্যাজেট, অ্যাক্সেসরিজ বা ওয়ারেবল ডিভাইসগুলিও কেনা যাবে। পুরোনো ফোনের দামে নতুন ডিভাইস কেনার এই সুযোগ নিঃসন্দেহে বেশ লোভনীয়!

জানিয়ে রাখি, শাওমি সম্প্রতি চীনে তাদের আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরার প্রথম ফোন, Mi Mix4 লঞ্চ করেছে। পাশাপাশি তারা বাজারে এনেছে Mi Pad 5 সিরিজের ট্যাবলেট। এই লঞ্চ ইভেন্টেই কোম্পানি Mi 1 ফোনের দাম ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন