Norton V4SV: টিভিএস-এর হাত ধরে প্রত্যাবর্তন নর্টনের, সামনে আনল নতুন সুপারবাইক

ফের স্বমহিমায় Norton। গত বছর TVS-এর দৌলতেই আইকনিক ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ডটির পুনরুজ্জীবন ঘটেছিল। টিভিএস তার একটি বিদেশী শাখা সংস্থার মাধ্যমে নর্টনকে নগদ ১৬ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১৫৩ কোটি টাকা) অধিগ্রহণ করেছিল। তারপর থেকেই নর্টনপ্রেমীরা আশায় বসেছিলেন, কবে আত্মপ্রকাশ ঘটবে তাদের প্রিয় ব্র্যান্ডের নতুন মোটরসাইকেলের।

সংস্থাটি অবশেষে তাঁদের অগণিত ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব সম্প্রতি একটি ফ্ল্যাগশিপ সুপারবাইক সামনে এনেছে, নাম রেখেছে Norton V4SV। সংস্থার দাবি, নর্টনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে V4SV-এর আত্মপ্রকাশ ঘটেছে। এটি পুরনো V4SS মোটরসাইকেলের রিপ্লেসমেন্ট মডেল।

Norton V4SV-এর ১২০০ সিসি-র V4 ইঞ্জিনের আউটপুট ১৮৭.৫ এইচপি ও ১২৫ এনএম। যা V4SS-এর ক্ষমতা (২০০ এইচপি ও ১৩০ এনএম) থেকে সামান্য কম। V4SV-এর আউটপুটের পরিমাণ অন্যান্য সুপারবাইকের চেয়ে কম লাগতে পারে। কিন্তু নর্টন তাঁদের জন্য সর্বদাই উপযুক্ত, যাঁরা অ্যাডভান্সড ট্র্যাক-রেডি ব্রিটিশ মোটরসাইকেলের সন্ধানে আছেন।

Norton V4SV-এর স্পেকস শিট দেখলে তা আরও স্পষ্ট হয়ে যাবে। বাইকটির বডি ওয়ার্কের পাশাপাশি ফুয়েল ট্যাঙ্ক কার্বন ফাইবার থেকে তৈরি করা হয়েছে। এমনকি চাকাও ওই দামী হালকা ধাতু দিয়ে গড়া। Norton V4SV-এর প্রিমিয়াম ফিচারগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্ট করা যায় এমন Ohlins NIX30 ফোর্ক এবং Ohlins TTXGP মনোশক সাসপেনশন।

নর্টনের এই নতুন হাই-এন্ড মোটরসাইকেলের দামও চোখ কপালে তোলার মতোই হবে বলে ধরে নেওয়া যায়। তুলনাস্বরূপ, V4SS-এর দাম ছিল ৪৪,০০০ হাজার ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৪০.৮৮ লাখ।