Realme C33 2023 কম দামে 128GB স্টোরেজ সহ লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Realme C33 2023 এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা

Realme গতবছর সেপ্টেম্বরে ভারতে Realme C33 লঞ্চ করে। সম্প্রতি এই ফোনটিরই একটি নতুন ভার্সন নিয়ে আসলো তারা, যার নাম Realme C33 2023। পুরানো ও নতুন মডেলের মধ্যে কেবল র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে পার্থক্য রয়েছে। Realme C33 2023 ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন এর দাম জেনে নেওয়া যাক।

রিয়েলমি সি৩৩ ২০২৩ এর দাম – Realme C33 2023 Price in India

ভারতে রিয়েলমি সি৩৩ ২০২৩ এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৪৯৯ টাকা। এটি অ্যাকুয়া ব্লু, নাইট সি, স্যান্ডি গোল্ড, কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

উল্লেখ্য, গতবছর আসা রিয়েলমি সি৩৩ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯,৯৯৯ টাকা। যাইহোক, নতুন ভার্সনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

রিয়েলমি সি৩৩ ২০২৩ স্পেসিফিকেশন – Realme C33 2023 Specifications

রিয়েলমি সি৩৩ ২০২৩ এসেছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথে। ডিভাইসটির ব্যাক প্যানেলে গ্রেডিয়েন্ট ফিনিশ রয়েছে। আবার এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লে নচের মধ্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। রিয়েলমি সি৩৩ ২০২৩ এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১২ প্রসেসর। Realme C33 2023 ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গতবছর ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল – ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme C33 2023 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।