ভারতে অনেক সস্তায় আসছে Nothing ear (1) ইয়ারবাড, স্বাদ পাবেন Apple AirPods এর

OnePlus -এর সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই (Carl Pei) গত বছর ‘Nothing’ নামের একটি নতুন টেক সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থাটি চলতি বছরের দ্বিতীয় বা তৃতীয় কোয়ার্টারে একটি নতুন প্রোডাক্ট বিশ্ববাজারে লঞ্চ করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করবে বলে জল্পনা ছিল। তবে এখন নিশ্চিত হয়ে গেছে যে, তারা চলতি মাসেই, Nothing ear (1) ইয়ারবাড বাজারে আনতে চলেছে। ভারতে এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি Flipkart থেকে পাওয়া যাবে। লঞ্চের আগে এখন এর দাম জানা গেল।

Nothing ear (1) ইয়ারবাডের দাম

আসন্ন নাথিং ইয়ার (১) ইয়ারবাডের ভারতে দাম রাখা হবে ৫,৯৯৯ টাকা। পভারতীয় বাজারে এই TWS ইয়ারফোনের দাম বিশ্ববাজারের তুলনায় অনেকটাই কম বা অর্ধেক রাখা হয়েছে বলা চলা। কারণ এই অডিও প্রোডাক্টটি, যুক্তরাজ্যে ৯৯ পাউন্ড বা প্রায় ১০,২০০ টাকায়, মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৯ ডলার বা প্রায় ৭,৩০০ টাকায় এবং ইউরোপে ৯৯ ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় ৮,৭০০ টাকায় পাওয়া যাবে।

নাথিং ইয়ার (১) অডিও ডিভাইসটির স্পেসিফিকেশন সংক্রান্ত তেমন কোনো তথ্য সামনে আসেনি। তবে একটি বিষয় নিশ্চিত যে এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (Active Noise Cancellation) ফিচারের সাথে আসছে। সাথে সংস্থাটি আরো জানিয়েছে যে, এই TWS ইয়ারবাডে তিনটি হাই-ডেফিনেশন মাইক থাকবে, যা মিউজিক এবং চলচ্চিত্র বা পডকাস্টগুলির ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে করে তুলবে আরো স্পষ্ট। অন্যান্য ফিচারের সম্পর্কে বিস্তারে জানা না গেলেও, টেকক্রাঞ্চ (TechCrunch) -কে দেওয়া একটি সাক্ষাৎকারে কার্ল পেই জানিয়েছেন যে, ২৪,৯০০ টাকা দামের Apple AirPods Pro এবং আসন্ন নাথিং ইয়ার (১) ইয়ারফোনের ফিচারগুলি প্রায় অনুরূপ হবে। পার্থক্য থাকবে শুধু দামে।

হেডসেটটির রিটেল মূল্য ঘোষণা করার মুহূর্তে নাথিং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার মানু শর্মা বলেছেন,”ভারতীয় মার্কেট নাথিং সংস্থার জন্য অতিব গুরুত্বপূর্ণ। আর ফ্লিপকার্টের সাথে অংশীদারিত্বে আমরা ইয়ার (১) -কে গ্লোবাল এবং ভারতীয় মার্কেটে একই সময়ে লঞ্চ করার পরিকল্পনা করছি।” এরই সাথে শর্মা জানিয়েছেন, এ দেশীয় প্রতিটি ইউজারদের চাহিদার প্রতি প্রথম দিন থেকেই গুরুত্ব আরোপ করা হবে। মূলত, ভারতের মতো বড়ো মার্কেটে আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যেই যে সংস্থাটির এরূপ উদ্যোগে তা কিছুটা আন্দাজ করা যাচ্ছে।

প্রসঙ্গত, নাথিং ইয়ার (১) ইয়ারবাডের অন্যতম আকর্ষণ হবে এটির লুক। কারণ, এটিকে ট্রান্সপারেন্ট বডি ডিজাইনের সাথে নিয়ে আসা হচ্ছে। আর এই কারণেই উক্ত অডিও ডিভাইসের লঞ্চের সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে অনেকের মত। যাইহোক, ভারতীয় বাজারে ১০,০০০ টাকার নিচে উপলব্ধ ট্রু ওয়্যারলেস স্টেরিও হেডসেটগুলিকে, দাম ও ফিচারের দিক থেকে নাথিং -র ইয়ার (১) যে জবরদস্ত টক্কর দিতে চলেছে তা হলফ করে বলা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন