Fujifilm আনলো বিশ্বের প্রথম ১০২ মেগাপিক্সেল সেন্সরের মিররলেস ক্যামেরা, দাম কত জানেন?

ফুজিফিল্ম (Fujifilm) X সিরিজের X-E4 কমপ্যাক্ট ক্যামেরা ও তিনটি ক্যামেরা লেন্সের সঙ্গে GFX 100S মিররলেস ডিজিটাল ক্যামেরা গতকাল ভারতে লঞ্চ করেছে। গত জানুয়ারিতে এই তিনটি প্রোডাক্ট জাপানে লঞ্চ হওয়ার পর থেকেই প্রচন্ড চাহিদার মধ্যে ছিল। ফুজিফিল্মের দাবি, দাম ঘোষণা হওয়ার আগেই ভারতীয়রা GFX 100S ক্যামেরার প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছিল। নতুন এই ক্যামেরাতে বিশ্বের সর্বাধিক বড়ো ১০২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ৩৫ মিমি ফুল-ফ্রেম সেন্সরের তুলনায় আকারে এটি ১.৭ গুণ বড়ো। এটি নতুন ফিল্ম সিমুলেশন মোডের সাথে এসেছে।

এছাড়া Fujfilm, X-E4 নামে একটি কমপ্যাক্ট ক্যামেরা নিয়ে ভারতে হাজির হয়েছে৷ পাশাপাশি কোম্পানির লঞ্চ করা তিনটি নতুন লেন্স হল — GF 80mm F 1.7 WR লেন্স, X-Mount ব্যবহারকারীদের জন্য  XF 70-300mm F4-5.6 লেন্স, এবং 27mm F28 লেন্স।

Fujifilm GFX100S, X-E4 স্পেসিফিকেশন

Fujifilm GFX100S মিররলেস ক্যামেরাতে ৪৩.৮x৩২.৯ মিলিমিটার সাইজের ১০২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে আছে X-প্রসেসর 4 ইমেজ প্রোসেসিং ইঞ্জিন ও আল্ট্রা-সনিক ভাইব্রেশন সেন্সর ক্লিনিং সিস্টেম। ৩.৭৬ মিলিয়ন ফেজ-ডিটেকশন পিক্সেলের সাফে ক্যামেরার ১০২ মেগাপিক্সেল CMOS সেন্সর আরও নির্ভুল ও দ্রুত অটোফোকাস করতে সাহায্য করবে। কম আলোক পরিবেশে ফেজ ডিটেকশন অটোফোকাস –5.5EV-তে কাজ করে। অটো ফোকাস স্পিড ০.১৮ সেকেন্ড হওয়ায় স্পোর্টস ও ওয়াইল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে ক্যামেরাটি আদর্শ হবে। এই ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

অন্যদিকে X-E4 ক্যামেরাতে ফুজিফিল্ম ২৬.১ মেগাপিক্সেল ইমেজ সেন্সর ব্যবহার করেছে৷ কোম্পানি দাবি করেছে যে, X সিরিজে X-E4  সবচেয়ে কমপ্যাক্ট ক্যামেরা যা ইন্টারচেঞ্জেবল লেন্স সাপোর্ট করে।

Fujifilm GFX100S, X-E4 দাম

Fujifilm GFX100S ক্যামেরার দাম ৫,৩৯,৯৯৯ টাকা। এটি মূলত প্রোফেশনাল ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে আনা৷ X-E4 ক্যামেরার দাম রাখা হয়েছে ৭৫,০০০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন