Nothing Ear (1) ইয়ারবাড দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, রয়েছে ট্রান্সপারেন্ট ডিজাইন ও ANC ফিচার

গত কয়েক মাস ধরে বিভিন্ন তথ্য সামনে আসার পর, অবশেষে লঞ্চ হল Nothing ear (1) ইয়ারবাড। একটি ভার্চুয়াল ইভেন্টে এই ইয়ারবাডটি লঞ্চ করা হয়েছে। মিড-রেঞ্জে আসা এই ইয়ারবাডে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন (ANC) ফিচার ও IPX4 রেটিং। Nothing ear (1) ৩৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে। আবার এতে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আসুন নার্থি ইয়ার (১) ইয়ারবাডের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nothing ear (1) এর দাম ও লভ্যতা

নার্থি ইয়ার (১) ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। এটি আগামী ১৭ আগস্ট থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর মাধ্যমে কেনা যাবে।

Nothing ear (1) এর স্পেসিফিকেশন ও ফিচার

নার্থি ইয়ার (১) ইয়ারবাডের প্রতিটি বাডের ওজন ৪.৭ গ্রাম। বাডগুলি ভালো গ্রিপের জন্য সিলিকন টিপস সহ এসেছে। আবার এতে পাওয়া যাবে ট্রান্সপারেন্ট ডিজাইন। এই ইয়ারবাডে আছে ১১.৬মিমি ড্রাইভার, যা ব্যাস, মিড ও ট্রেবল পারফরম্যান্স ব্যালেন্স করবে। নার্থি ইয়ার (১) ইয়ারবাডে ৫.২ ব্লুটুথ ভার্সন রয়েছে।

তবে Nothing ear (1) এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন (ANC) প্রযুক্তি। যা তিনটি ইন-বিল্ড মাইকের সাহায্যে বাইরের শব্দ প্রতিরোধ করে। এই ইয়ারবাডের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন দুটি মোড অফার করে – লাইট ও ম্যাক্সিমাম। আবার এই ইয়ারবাডে পাওয়া যাবে ট্রান্সপারেন্সি মোড।

গুগল প্লে স্টোর থেকে Ear 1 অ্যাপ ডাউনলোড করে, Nothing ear (1) ইয়ারবাডের জেসচার ও টাচ কন্ট্রোল কাস্টমাইজ করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে, ফাইন্ড মাই ইয়ারবাড, ইকিউ, ইন-ইয়ার ডিটেকশন প্রভৃতি।

নাথিংয়ের তরফে জানানো হয়েছে, ইয়ারবাডটি একবার চার্জে ANC অন থাকলে ৪ ঘন্টা এবং অফ থাকলে ৫.৭ ঘন্টা ব্যাকআপ দেবে। আবার চার্জিং কেসের মাধ্যমে মোট ৩৪ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এই চার্জিং কেসে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া এতে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার জল ও ঘাম থেকে ইয়ারবাডকে রক্ষা করতে রয়েছে IPX4 রেটিং।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন