Nothing Phone 1 ফোনের প্রথম ছবি প্রকাশ্যে, পিছনে দেখা যাবে নোটিফিকেশন লাইট

প্রতিশ্রুতিমতো Nothing Phone 1 স্মার্টফোনের ডিজাইন অনলাইনে টিজ করা হল। সংস্থার পক্ষ থেকে আজ তাদের আপকামিং Nothing Phone 1 স্মার্টফোনের ডিজাইন টিজ করার জন্য সুইজারল্যান্ডে…

প্রতিশ্রুতিমতো Nothing Phone 1 স্মার্টফোনের ডিজাইন অনলাইনে টিজ করা হল। সংস্থার পক্ষ থেকে আজ তাদের আপকামিং Nothing Phone 1 স্মার্টফোনের ডিজাইন টিজ করার জন্য সুইজারল্যান্ডে একটি ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টটি লাইভ হওয়ার কয়েক ঘন্টা পরেই সাংবাদিক রাফায়েল জিয়ের (Rafael Zeier) তার ইউটিউব চ্যানেলে ফোনের কিছু ছবি এবং ফার্স্ট-লুক ভিডিও শেয়ার করেন। যার দৌলতে এর ডিজাইন প্রকাশ্যে আসে। এই ভিডিওতে দেখা গেছে যে, Nothing ব্র্যান্ডের এই লেটেস্ট স্মার্টফোনের রিয়ার প্যানেলে একাধিক ‘ফ্যান্সি’ লাইট দেওয়া হয়েছে। সম্ভবত মেসেজ, নোটিফিকেশন বা ফোন কল আসার নির্দেশ দিতেই এই লাইটগুলিকে ফোনের পেছনে সেট করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১২ই জুলাই ‘রিটার্ন টু ইনস্টিনক্ট’ (Return to Instinct) নামের একটি ভার্চুয়াল ইভেন্ট চলাকালীন সংস্থাটি Nothing Phone 1 স্মার্টফোনকে লঞ্চ করবে বলে জানা গেছে।

Nothing Phone 1 স্মার্টফোনের ছবি এবং ফার্স্ট-লুক ভিডিও টিজ করা হল

সাংবাদিক রাফায়েল জিয়েরের (Rafael Zeier) বিবৃতি অনুসারে, নাথিং সুইজারল্যান্ডে অবস্থিত আর্ট বাসেলে একটি ‘সারপ্রাইস’ ইভেন্টের আয়োজন করেছিল। যেখানে সংস্থাটি তাদের আসন্ন নাথিং ফোন ১ স্মার্টফোনের ডিজাইন সর্বপ্রথম দেখা এবং সেই ‘স্টোরি কভার’ করার অ্যাক্সেস সীমিত সংখ্যক সাংবাদিককে দিয়েছিল। আর তাদের মধ্যেই একজন ছিলেন জিয়ের।

এদিকে Lorenz Keller নামের আরেকজন সাংবাদিকও একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন, যেখানে ফোনের ব্যাকলাইটগুলি কীভাবে জ্বলছে তা দেখানো হয়েছে। এছাড়া, ফোনটির রিয়ার প্যানেলের মধ্যিখানে একটি রিং দেখা গেছে, যা নির্দিষ্ট সময়ে অর্থাৎ চার্জ করা কালীন জ্বলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও, আমাদের এই অনুমান সঠিক নাও হতে পারে।

প্রসঙ্গত, অতীতে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির ডিসপ্লে স্ক্রিনে বা সামনের দিকে ডেডিকেটেড নোটিফিকেশন লাইট থাকত, যা ইনকামিং কল, মেসেজ অ্যালার্ট এবং চার্জিংয়ের নির্দেশ দিতে ব্লিঙ্ক করে উঠত। কিন্তু, পরবর্তী সময়ে এই লাইট ব্যাক প্যানেলে জায়গা করে নেয়। সম্ভবত নাথিং ফোন ১ ডেভলপ করার ক্ষেত্রেও সংস্থাটি এমনটাই ভাবনা রেখেছে। যাইহোক, এই লাইট-গুচ্ছ দেওয়ার নেপথ্যে কোনো বড় উদ্দেশ্য আছে, নাকি শুধুমাত্র অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা দেখাতে এই ডিজাইন ব্যবহার করা হয়েছে – তা এখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না৷

এছাড়া, আপকামিং Nothing Phone 1 স্মার্টফোনের পিছনের প্যানেলে গোলাকার কোণ সহ সাদা ফিনিশিং দেখা গেছে। এটিতে একটি LED ফ্ল্যাশ সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। ফোনের ডান প্রান্তে পাওয়ার বোতাম এবং ভলিউম রকার রয়েছে। আর ভিডিও দেখে মনে হচ্ছে যে, ডিভাইসটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। যদিও, এতে কোনো ৩.৫ মিমি হেডফোন জ্যাক নজরে পড়েনি।

উল্লেখ্য, Nothing Phone 1 একটি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন হবে। নাথিং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার মনু শর্মা সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ভারতে বিক্রি হওয়া প্রতিটি নাথিং ফোন ১ স্থানীয়ভাবে তৈরি করা হবে।

মনু শর্মা আরো জানিয়েছেন যে, যেহেতু ভারত নাথিংয়ের জন্য একটি বড় চাহিদা-কেন্দ্রিক বাজার, সেহেতু ভারতে তাদের গ্রাহক-বেসের সমর্থনকেও আরো প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে। আর এর জন্য, নাথিং ২৫০টিরও বেশি শহরে ২৭০টির বেশি অনুমোদিত পরিষেবা কেন্দ্র বা সার্ভিস সেন্টার চালু করবে এবং “নথিং ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে সারা বছর ধরে সহায়তা” অফার করবে।