Nothing Phone (1) দেখতে হবে iPhone 12 এর মতো, ছবি সহ ফাঁস দাম ও ফিচার

যুক্তরাজ্য-ভিত্তিক টেক ব্র্যান্ড নাথিং আগামী ১২ জুলাই তাদের প্রথম স্মার্টফোন হিসেবে Nothing Phone (1)-এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। ইতিমধ্যেই নাথিং এই বহু প্রতীক্ষিত হ্যান্ডসেটটির অভিনব ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কে আভাস দিতে কিছু টিজার প্রকাশ করেছে। এর পাশাপাশি সংস্থাটি সম্প্রতি ফোনটির প্রি-অর্ডার পাসের জন্য রিজার্ভেশন প্রক্রিয়াও শুরু করেছে। আর এখন আসন্ন লঞ্চের আগে একটি নতুন রিপোর্টে Nothing Phone (1)-এর বিপণন চিত্রগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যা এই ডিভাইসের সম্পূর্ণ ডিজাইনটি প্রদর্শন করে। জানা গেছে, আপকামিং স্মার্টফোনটিতে একটি ধাতব ফ্রেম এবং স্বচ্ছ কাঁচের ব্যাক প্যানেল দেখা যাবে। এছাড়া, এটির ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট-আউটও অবস্থান করবে।

প্রকাশ্যে এল Nothing Phone (1)-এর রেন্ডার

উইনফিউচার (WinFuture.de) তাদের সাম্প্রতিক রিপোর্টে নাথিং ফোন (১)-এর রেন্ডারগুলি ফাঁস করেছে, যা সকল দিক থেকেই হ্যান্ডসেটের ডিজাইনটি প্রদর্শন করেছে। রেন্ডারগুলি দেখে মনে করা হচ্ছে, ফোনটি দেখতে অনেকটাই অ্যাপল আইফোন ১২-এর মতো হবে। তবে ডিজাইনে পার্থক্য আনার জন্য এতে স্বচ্ছ ব্যাক প্যানেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফাঁস হওয়া রেন্ডারগুলির মাধ্যমে নাথিং ফোন (১)-এর মেটাল ফ্রেমটিও স্পষ্টভাবে দেখা গেছে। এছাড়াও, ছবিগুলি ব্ল্যাক ও হোয়াইট- এই দুটি কালার ভ্যারিয়েন্ট হ্যান্ডসেটিকে দেখিয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে, নাথিং ফোন (১)-এর ইনভাইট ওনলি-প্রি-অর্ডারের জন্য ব্র্যান্ডটি পাবলিক ওয়েটলিস্ট চালু করেছে। এটি প্রি-অর্ডার করার জন্য কোম্পানি তাদের প্রাইভেট কমিউনিটির কাছে আমন্ত্রণ পাঠাতেও শুরু করেছে। আমন্ত্রণগুলি যোগ্য গ্রাহকদের কাছে ইমেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একবার ইনভাইট পাওয়া গেলে, ভারতের গ্রাহকরা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার পাসটি ২,০০০ টাকায় (ফেরতযোগ্য মূল্য) কিনতে পারবেন। এদেশে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর পাশাপাশি, নাথিং ফোন (১) রিলায়েন্স ডিজিট্যাল (Relience Digital)-এর সাইট থেকেও কেনা যাবে বলে জানা গেছে।

নাথিং ফোন (১)-এর সম্ভাব্য মূল্য [Nothing Phone (1) Expected Price]

একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নাথিং ফোন (১)-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩৯৭ ডলার (প্রায় ৩১,৩০০ টাকা)। আবার ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-অফ-দ্য-লাইন ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল দুটি যথাক্রমে ৪১৯ ডলার (প্রায় ৩৩,১০০ টাকা) এবং ৪৫৬ ডলার (প্রায় ৩৬,০০০ টাকা) মূল্যে পাওয়া যাবে বলেও জানা গেছে।

নাথিং ফোন (১)-এর সম্ভাব্য স্পেসিফিকেশন [Nothing Phone (1) Expected Specifications]

বিভিন্ন রিপোর্ট এবং কোম্পানি প্রদত্ত তথ্য অনুযায়ী, Nothing Phone (1)-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে। নাথিংয়ের এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিং ওএস (Nothing OS) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone (1) ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে বলে জানা গেছে, যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।