Nothing Phone 1 ব্যবহারকারীদের জন্য সুখবর, নয়া ফিচার সহ এল নতুন আপডেট

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের Nothing Phone 1 ব্যবহারকারীদের জন্য সম্প্রতি রিলিজ হয়েছিল প্রথম আপডেট। এখন আবার সংস্থাটি এই ফোনের জন্য দ্বিতীয় আপডেট রোল আউট করল। উল্লেখ্য, গত ১২ জুলাই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল। আজ Nothing Phone 1 প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। তার মধ্যেই ফোনটি দ্বিতীয় আপডেট পেয়ে গেল। নার্থিংয়ের প্রথম ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নার্থিং কাস্টম স্কিনে রান করে‌।

গতকাল অর্থাৎ বুধবার Nothing Phone 1 এর জন্য প্রথম আপডেট রোল আউট করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই নার্থিংয়ের কমিউনিটি ফোরাম থেকে জানানো হয় যে, বিভিন্ন দেশের ইউজাররা দ্বিতীয় আপডেটও পেতে শুরু করেছে। নতুন এই আপডেটের ভার্সন নম্বর ১.১.০ এবং সাইজ ১১১ এমবি।

নতুন এই আপডেটে নার্থিং ফোন ১-এ টেসলা কন্ট্রোল ফিচার, এনএফটি গ্যালারি উইজেট, হোম স্ক্রিনে অপশনাল সার্চ অপশন প্রভৃতি যুক্ত হয়েছে। পাশাপাশি এই আপডেট জুলাই মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে (Android Security Patch July 2022)।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭টায় Flipkart থেকে নার্থিং ফোন ১ এর সেল শুরু হবে। এতদিন ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। ভারতে এই ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড মডেলটি কেনা যাবে ৩৮,৯৯৯ টাকায়।