Nothing Phone 1 কিনতে হুড়োহুড়ি, ২০ দিনে বিক্রি হল ১ লক্ষ

লন্ডন ভিত্তিক কনজিউমার ইলেক্ট্রনিক্স সংস্থা Nothing গত জুলাই মাসের ১২ তারিখ তাদের প্রথম স্মার্টফোন Nothing Phone (1) লঞ্চ করেছিল। আর ২১শে জুলাই থেকে ভারতের বাজারে ফোনটির সেল লাইভ করা হয়। মূলত ক্লিয়ার ব্যাক প্যানেল ও অভিনব ডিজাইন সহ আসার দরুন আলোচ্য মডেলটি লঞ্চের আগেই বিশেষভাবে গ্রাহক-বেসের নজর কেড়েছিল। আর পরবর্তী সময়ে ফিচারের বিশদ প্রকাশ্যে আসতেই, গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় স্মার্টফোনটি কেনার জন্য। ফলস্বরূপ, সেল এবং শিপমেন্টের নিরিখে এই 5G কানেক্টিভিটির হ্যান্ডসেটটি খুবই ভালো পারফরম্যান্স প্রদান করেছে। আর তার প্রমানস্বরূপ টেক ব্র্যান্ডটি জানিয়েছে, মাত্র ২০ দিনের মধ্যেই ফোনটির ১,০০,০০০টিরও বেশি ইউনিট বিক্রি হয়েছে ই-কমার্স সাইট Flipkart থেকে।

Flipkart -এ ৩০,০০০ টাকার উপরের প্রাইজ সেগমেন্টের সর্বাধিক বিক্রি হওয়া ফোন হল Nothing Phone (1)

নাথিং ফোন (১) লঞ্চ হওয়ার পর থেকে বেশ কয়েকটি বড় সফ্টওয়্যার আপডেট রিলিজ করেছিল সংস্থাটি। পাশাপাশি, ‘ম্যানুফ্যাকচারিং কস্টিং’ বৃদ্ধি পাওয়ার কারণে গত মাসে ভারতের বাজারে আলোচ্য ফোনের তিনটি স্টোরেজ কনফিগারেশনের দাম পুরো ১,০০০ টাকা বাড়ানো হয়েছিল। যদিও এরপরও নাথিং ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মনু শর্মা জানিয়েছেন, “ফ্লিপকার্টের মাধ্যমেই নাথিং ফোন (১) মডেলের ১,০০,০০০টিরও বেশি ইউনিট শিপ করা হয়েছে।”

আমরা আরো জানতে পেরেছি যে, নাথিংয়ের এই স্মার্টফোন বাজারজাত হওয়ার আগেই ১০ মিলিয়নেরও বেশি আগ্রহী গ্রাহক ‘নোটিফাই মি’ (Notify me) বাটনে ক্লিক করেছিলেন। একই সাথে, নথিং ফোন (১) আত্মপ্রকাশের পর প্রথম কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতি দিনই বিক্রি হচ্ছিল এবং আলোচ্য মডেলটি ফ্লিপকার্টের গ্রাহক-বেসের কাছ থেকে দারুন প্রতিক্রিয়া পেয়েছে বলেও জানিয়েছেন সংস্থার কর্মকর্তা। যার দরুন, ফ্লিপকার্টে ৩০,০০০-৪০,০০০ টাকার প্রাইজ সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হওয়ার তকমা পেয়েছে উক্ত ৫জি হ্যান্ডসেটটি।

প্রসঙ্গত জানা যাচ্ছে, এই ফোনের জন্য খুব শীঘ্রই একটি নতুন বড় সফ্টওয়্যার আপডেট রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে নাথিং।

Nothing Phone (1) দাম

ভারতে নাথিং ফোন (১) স্মার্টফোনকে তিনটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। আবার, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলকে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকায় ও ৩৮,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। এটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে এসেছে।

Nothing Phone (1) স্পেসিফিকেশন

ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ -এ কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। জানিয়ে রাখি, গ্লাস ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। সিকিউরিটির জন্য ডিভাইসে বিদ্যমান থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি, যা মুখের আবরণের সাথেও কাজ করে।

ফটোগ্রাফির জন্য, Nothing Phone 1-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রথমটি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। আর দ্বিতীয়টি হল – ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা এফ/২.২ অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ এবং একটি ম্যাক্রো মোড সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone 1 ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি IP53 রেটিং প্রাপ্ত।