লক্ষ্য দাম কম রাখা, Nothing Phone (1)-র বাক্সে থাকবে না চার্জার

যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি সংস্থা নাথিং আগামী ১২ জুলাই তাদের প্রথম স্মার্টফোন, Nothing Phone (1) বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে। এই একই দিন থেকে ভারতেও এই ডিভাইসটি উপলব্ধ হবে। বর্তমানে আগ্রহী ক্রেতারা আপকামিং ফোনটি জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে প্রি-অর্ডার করতে পারবেন। প্রসঙ্গত, লঞ্চের আগেই সংস্থা একাধিক টিজারের মাধ্যমে Nothing Phone (1)-এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। যেমন হ্যান্ডসেটটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Qualcomm Snapdragon 778+ প্রসেসর সহ আসবে নিশ্চিত করা হয়েছে। আর এখন, এক জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ করে একটি ভিডিও ইউটিউব (Youtube)-এ পোস্ট করেছেন যা Nothing Phone (1)-এর রিটেইল প্যাকেজিংয়ের ফার্স্ট লুকটি জনসমক্ষে এনেছে। আসুন এই ভিডিওটি থেকে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Nothing Phone (1)-এর সাথে থাকবে না ইন-বক্স চার্জার

জনপ্রিয় টেক ইউটিউবার টেকনিক্যাল গুরুজী সম্প্রতি নাথিংয়ের সাথে পার্টনারশিপের দরুন নাথিং ফোন (১) নিয়ে একটি ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। আর ভিডিওটি নিশ্চিত করেছে যে, আসন্ন নাথিং ফোনটির প্যাকেজিং বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত থাকবে না। পাশাপাশি জানা গেছে যে, এই হ্যান্ডসেটের বডিটি পুনর্ব্যবহৃত প্লাস্টিক দ্বারা নির্মিত হয়েছে এবং এর ফ্রেমটিও পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভিডিওতে আরও বলা হয়েছে যে, এই ডিভাইসের প্যাকেজিং বক্সটি পুনর্ব্যবহৃত সামগ্রী দিয়ে তৈরি এবং পরিবেশের কথা মাথায় রেখে এতে একেবারেই প্লাস্টিকের ব্যবহার করেনি নাথিং।

প্রসঙ্গত মনে করা হচ্ছে, অ্যাপল (Apple) এবং স্যামসাং(Samsung)-এর মতো নাথিংও একই পথে হাঁটছে। কেননা, পরিবেশগত কারণে উল্লেখিত ব্র্যান্ডগুলি তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির বক্সে চার্জার অন্তর্ভুক্ত করে না। ব্র্যান্ডগুলি সাধারণত এই যুক্তি দেয় যে, তাদের গ্রাহকদের কাছে ইতিমধ্যেই ব্র্যান্ডের একটি চার্জার রয়েছে, ফলে তাদের নয়া চার্জারের প্রয়োজন পড়বে না। যদিও, স্মার্টফোনের বাজারে সদ্য প্রবেশ করা নাথিং এই দাবি করতে পারে না। ইতিমধ্যেই নাথিং ফোন (১)-কে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ সার্টিফিকেশন সাইটগুলিতে দেখা গেছে, তবে ডিভাইসের চার্জারটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই পদক্ষেপটি Nothing Phone (1) হ্যান্ডসেটের দাম কম রাখার জন্যই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ নাথিং তাদের প্রথম স্মার্টফোনটি উল্লেখযোগ্যভাবে কম মূল্যে বাজারে আনবে বলে শোনা যাচ্ছে৷ তাই ব্র্যান্ড আলাদাভাবে চার্জার বিক্রি করতে চায় কিনা এবং যদি তা হয়, তাহলে সেটির দাম কত রাখা হবে তাই এখন দেখার।