Valentine’s Day Offer: লোভনীয় অফার, Nothing Phone 1 ও ইয়ারফোনে ডিসকাউন্ট

আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইউজারদেরকে অত্যন্ত সস্তায় Phone (1) এবং Ear (Stick) কেনার সুযোগ দিচ্ছে Nothing

আসন্ন ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) উপলক্ষে নিজেদের বেশ কিছু প্রোডাক্টে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে লন্ডন-ভিত্তিক টেক কোম্পানি Nothing। এর ফলে বর্তমানে ক্রেতারা সংস্থার Nothing Phone (1) এবং Nothing Ear (Stick) অতিশয় সস্তায় কিনতে সক্ষম হবেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, Phone (1) হল কোম্পানির একমাত্র স্মার্টফোন মডেল, যা ২০২২ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। অন্যদিকে, হিয়ারেবল ক্যাটাগরির দ্বিতীয় প্রোডাক্ট হিসেবে গত বছরের অক্টোবরে মার্কেটে পা রাখে Ear (Stick) TWS Earbuds। বলে রাখি, দুটি ইলেকট্রনিক গ্যাজেটই ইতিমধ্যেই ইউজারমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই যারা হালফিলে Nothing-এর কোনো প্রোডাক্ট বেশ কিছুটা সস্তায় কেনার পরিকল্পনা করছেন, তাদের এই অফার হাতছাড়া করা মোটেই উচিত হবে না।

আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইউজারদেরকে অত্যন্ত সস্তায় Phone (1) এবং Ear (Stick) কেনার সুযোগ দিচ্ছে Nothing

আপনাদেরকে জানিয়ে রাখি, নথিং ইয়ার (স্টিক)-এর আসল দাম ৮,৪৯৯ টাকা। তবে আসন্ন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সংস্থা কর্তৃক প্রদত্ত বিশেষ অফারের সুবাদে বর্তমানে এই ডিভাইসটি মাত্র ৬,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ইদানীংকালে এই ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডসে ১,৫০০ টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। একইভাবে, তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসা ফোন (১)-এর বেস মডেলটি হালফিলে বেশ খানিকটা সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। উল্লেখ্য, স্মার্টফোনটির ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ৩১,৯৯৯ টাকা হলেও চলতি সময়ে এই হ্যান্ডসেটটি কিনতে হলে খরচ পড়বে ২৬,৯৯৯ টাকা। অর্থাৎ, বর্তমানে ৫,০০০ টাকা ছাড়ে ডিভাইসটিকে পকেটস্থ করতে পারবেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, এই বিশেষ অফারটি কিন্তু ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে।

Nothing Phone (1)-এর ফিচার এবং স্পেসিফিকেশন

নাথিং ফোন (১)-এ রয়েছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিটস পিক ব্রাইটনেস, এবং এইচডিআর১০প্লাস (HDR10+) টেকনোলজি সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি+ ৫জি (Snapdragon 778G+ 5G) প্রসেসর। ক্যামেরার কথা বললে, নাথিংয়ের এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটিতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ফ্রন্ট সেন্সর।

Nothing Ear (Stick)-এর ফিচার এবং স্পেসিফিকেশন

নাথিং ইয়ার (স্টিক) হাফ-ইয়ার ডিজাইন সহ এসেছে, যা গত বছর লঞ্চ হওয়া নাথিং ইয়ার (১)-এর ইন ইয়ার ডিজাইনের থেকে বেশ খানিকটা আলাদা। এর সুবাদে ডিভাইসটি ব্যবহারকারীদের কানে আরও আরামদায়কভাবে ফিট হবে বলে দাবি করেছে সংস্থাটি। এই ইয়ারবাডসে একটি অভ্যন্তরীণ ১২.৬ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার কনফিগারেশন রয়েছে, যা এএসি (AAC) এবং এসবিসি (SBC) কোডিং সাপোর্ট করে। আবার, শব্দের নির্গমন বন্ধ করার জন্য এতে রয়েছে বেস লক (Bass Lock) অপশন। এই ট্রুলি ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে তিনটি মাইক্রোফোন রয়েছে এবং এটি বৃহত্তর ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করতে সক্ষম। সংস্থার মতে, একবার চার্জে চার্জিং কেসসমেত এর ব্যাটারি ২৯ ঘণ্টা এবং চার্জিং কেস ছাড়া ৭ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ প্রদান করবে। যদিও এতে কোনো ওয়্যারলেস চার্জিং ফাংশনালিটি নেই, তবে ইউএসবি টাইপ-সি কেবলের মাধ্যমে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া যাবে।