WhatsApp থেকে ডাউনলোড হবে ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এভাবে ব্যবহার করুন DigiLocker পরিষেবা

নিত্যনতুন ফিচার আনা WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর একটি পরিচিত বৈশিষ্ট্য। তবে এখন সংস্থাটি ইউজারদের জন্য একটি নতুন সুখবর এনেছে। আসলে এখন WhatsApp-এও ডিজিলকার (DigiLocker) অ্যাক্সেস করা যাবে বলে জানা গিয়েছে। আর এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াও সরাসরি WhatsApp-এ প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন। এর জন্য, তাদের ডেডিকেটেড অর্থাৎ আলাদা করে ডিজিলকার অ্যাপ বা ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে না। শুধুমাত্র MyGov (মাইগভ) হেল্পডেস্ক চ্যাটবটের সাহায্য নিতে হবে। 

আসলে মাইগভ হেল্পডেস্ক এবং হোয়াটসঅ্যাপ সম্মিলিতভাবে ইউজারদের জন্য এই পরিষেবাটি চালু করেছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ডিজিলকার পরিষেবা অ্যাক্সেস করতে, আপনাদের নিম্নলিখিত কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে।

১. এর জন্য প্রথমে আপনাকে +৯১৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করতে হবে।

২. পরে আপনাকে এই নম্বরে ‘ডিজিলকার’ লিখে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। এক্ষেত্রে ইউজাররা এটিতে একটি নতুন অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। তবে আপনার যদি ইতিমধ্যেই ডিজিলকার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আধার নম্বরের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারেন।

৩. এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে ওটিপি আসবে, যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন। আর ডিজিলকারের এই পরিষেবার সাহায্যে আপনি ফোনে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দশম শ্রেণির মার্কশিট, দ্বাদশ শ্রেণির মার্কশিটের মতো নথি ডাউনলোড করতে পারেন। 

এই প্রসঙ্গে বলে রাখি যে ‘MyGov’ হেল্পডেস্ক পরিষেবাটি ২০২০ সালে চালু হয়েছিল। এর মাধ্যমে, সাধারণ তথ্য ছাড়াও কোভিড-১৯ (COVID-19) ডকুমেন্টও ডাউনলোড করা যাবে। তাছাড়া এখন আগ্রহীরা এটিতে ডিজিলকারের অ্যাক্সেস পাবেন।