লঞ্চের আগে সামনে এল Red Magic 6 এর অফিসিয়াল ছবি, থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

Nubia আগামী ৪ মার্চ চীনে Red Magic 6 গেমিং স্মার্টফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। রিপোর্ট অনুয়ায়ী ফোনটি স্টান্ডার্ড এবং প্রো দুটি মডেলে আসতে চলেছে (Red Magic 6 এবং Red Magic 6 Pro)। এরমধ্যে Red Magic 6-এর বিশেষত্ব হিসাবে যে এতে ডিসপ্লে, ফাস্ট চার্জ, টাচ, এবং অত্যাধুনিক কুলিং ফ্যানে থাকবে তা সংস্থার প্রেসিডেন্টের বক্তব্যে আগেই উঠে এসেছে। লঞ্চের আগে ফোনটির অফিসিয়াল ছবি এবার প্রকাশিত হল৷ ছবি দেখে রেড ম্যাজিক ৬ ফোনটির রিয়ার ডিজাইন কেমন হবে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।

চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Red Magic 6 গেমিং ফোনের ছবি স্পট করার কয়েক ঘন্টা পর, নুবিয়ার প্রেসিডেন্ট Ni Fei ফোনটির রিয়ার প্যানেলের ছবি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে পোস্ট করেছেন। প্রত্যাশা মতো ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা এবং ‘Tencent Games”-এর লোগো লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য ফাঁস হওয়া রেন্ডারে ফোনটির পিছনে পাশাপাশিভাবে অবস্থিত ট্রিপল ক্যামেরা এবং X-আকৃতির প্লেটে টেনসেন্ট গেমিংয়ের ব্রান্ডিং ছিল। অফিসিয়াল ছবিতে কিন্তু চিত্র কিছুটা অন্যরকম। Red Magic 6-এর ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশ জুড়ে ওপর-নীচে কালো রঙের স্ট্রিপ দেখা যাচ্ছে। যার ওপরে তিনটি ক্যামেরা লম্বালম্বিভাবে অবস্থিত এবং Red Magic ব্র্যান্ডিং রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে ব্লু এবং পার্পেল কালারের আকর্ষণীয় কম্বিনেশন আছে। আবার Tencent Games ব্রান্ডিংটি প্যানেলের বামদিকে রাখা হয়েছে।

অবগতির জন্য বলে রাখি, গেমিং স্মার্টফোনের পারফরম্যান্স আরও উন্নীত পর্যায়ে নিয়ে যেতে নুবিয়া সম্প্রতি টেনসেন্ট গেমসের সাথে একটি কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছিল। সেইজন্যেই ফোনটির পিছনে টেনসেন্টের লোগো রয়েছে। এদিকে TENAA-তে পাওয়া ছবিতে ফোনটির ওপরে ও নীচে সরু বেজেল দেখা গেছে।

Red Magic 6 এবং Red Magic 6 Pro ফোন দুটির কথা বললে, এই দুটি ফোনেই OLED ডিসপ্লে এবং ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ থাকবে বলে জল্পনা চলছে। এছাড়া, ফোনদুটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটির প্রো ভ্যারিয়েন্টে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। আবার এর বেস মডেলে থাকবে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন