Nubia Red Magic 6R সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৬৪ এমপি ক্যামেরা সহ লঞ্চ হল

মার্চে Nubia, Red Magic 6 ও Red Magic 6 Pro গেমিং স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল। এখন, Nubia তার Redmagic 6 সিরিজের অধীনে আরও একটি হ্যান্ডসেটের ঘোষণা করেছে। নয়া এই মডেলের নাম Red Magic 6R। গেমিং স্মার্টফোনের জগতে Nubia-র Red Magic এমনিতেই সমীহ জাগানো এক নাম। নামের প্রতি সুবিচার করে Red Magic 6R-ও উন্নত গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ডুয়াল শোল্ডার কী, আল্ট্রা স্মুদ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ ফ্ল্যাগশিপ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো নানা উৎকৃষ্ট ফিচারে সজ্জ্বিত হয়ে এসেছে।

Nubia Red Magic 6R-এর দাম ও লভ্যতা

নুবিয়া রেড ম্যাজিক ৬আর গেমিং স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,১৫৫ টাকা) থেকে। এটি ৬ জিবি র‌্যাম  ও ১২৮ জিবি স্টোরেজের দাম। পাশাপাশি ৮ জিবি র‌্যাম  ও ১২৮ জিবি স্টোরেজে এবং ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে Nubia Red Magic 6R পাওয়া যাবে। যার দাম যথাক্রমে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৮৫০ টাকা) ও ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪০,৯৯৫ টাকা)। এছাড়াও, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে Nubia Red Magic 6R-এর একটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট রয়েছে৷ যার দাম ৩৮৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৪২০ টাকা)।

স্ট্যান্ডার্ড Red Magic 6R ঘোষণা করা ছাড়াও Nubia একটি লিমিটেড এডিশন মডেল লঞ্চ করেছে।মাঙ্কি কিং গেম থেকে অনুপ্রাণিত এই মডেলের নাম Red Magic 6R Special Victorious Fighting Buddha Edition। ব্ল্যাক ও ইয়েলো কালার অপশন সহ স্মার্টফোনটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে কনফিগারেশনে এসেছে। এর যাবতীয় স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড Red Magic 6R-এর মতো৷ লিমিটেড এডিশন মডেলের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৫৫৫ টাকা)।

Nubia Red Magic 6R-এর স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া রেড ম্যাজিক ৬আর-এর সামনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এলস ডিসপ্লে। এটি ২৪০০x১৮০০ পিক্সেল (ফুল এইচডি+) রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট, ও ৪০০ হার্টজ সিঙ্গল ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট অফার করবে। নুবিয়া রেড ম্যাজিক ৬আর-এর স্ক্রিনে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট রয়েছে৷ অর্থাৎ কনটেন্টের ওপর ভিত্তি করে ডিসপ্লে ৩০ হার্টজ, ৬০ হার্টজ, ৯০ হার্টজ, ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ রেটে রিফ্রেশ হবে৷ নুবিয়া রেড ম্যাজিক ৬আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। সঙ্গে আছে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।

নুবিয়া অপটিক্সের জন্য রেড ম্যাজিক ৬আর-এর পিছনে চারটি ক্যামেরা রেখেছে — ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (Sony IMX682) + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

নুবিয়া রেড ম্যাজিক ৬আর ৪,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রেডম্যাজিক ওএস ৪.০।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন