ফ্লেক্সিবল ডিসপ্লে ও ই-সিম সাপোর্ট সহ লঞ্চ হল Nubia Watch

আজই চীনের বাজারে Nubia লঞ্চ করেছে গেমিং ফোন Red Magic 5S। এই ফোনে কোম্পানি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করেছে। এই ফোনের সাথে কোম্পানি Nubia Watch ও লঞ্চ করেছে। এই স্মার্ট ওয়াচটি গত বছর লঞ্চ হওয়া নুবিয়া আলফা স্মার্টওয়াচের আপগ্রেড ভার্সন। Nubia Watch এর সবচেয়ে বড় আকর্ষণ হল এটিতে ফ্লেক্সিবল OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এতে ই-সিম কার্ড সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী এটি ৩৬ ঘন্টা ব্যাকআপ দেবে।

Nubia Watch দাম:

চীনে নুবিয়া ওয়াচ এর দাম ১,৭৯৯ ইউয়ান, যা প্রায় ১৯,০০০ টাকার সমান। এটি লাল, সবুজ ও কালো রঙে পাওয়া যাবে। অন্যান্য দেশে এটিকে কবে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।

Nubia Watch স্পেসিফিকেশন:

এতে ৪.০১ ইঞ্চি মোড়ানো OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ৯৬০ x ১৯২ পিক্সেল। এতে ৪২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি এই ব্যাটারি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ফোনটিকে চার্জ করার জন্য ম্যাগনেটিক পিন দেওয়া হয়েছে। এই স্মার্ট ওয়াচে পাবেন ৮ জিবি মেমোরি ও ১ জিবি র‌্যাম।

পারফরম্যান্স এর কথা বললে এতে পাবেন কোয়ালকম ৮৯০৯ডব্লিউ চিপসেট। এর সাহায্যে হৃদকম্পন, ব্যায়াম ও ঘুম ট্র্যাক করা যায়। কানেক্টিভিটির জন্য এতে ই-সিম ৪জি সাপোর্ট আছে। এছাড়াও ব্লুটুথ, ওয়াই-ফাই সাপোর্ট করবে।