ফোনের পিছন থেকে দেখা যাবে যন্ত্রাংশ, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের স্মার্টফোন আনছে Nubia

চলতি বছরে OnePlus বা Oppo-এর মত বিভিন্ন স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডগুলি উদ্ভাবনী প্রযুক্তি, মজাদার ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনসহ বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে এনেছে। এবার ঠিক একই পথে হাঁটতে চলেছে চীনের আর একটি জনপ্রিয় কোম্পানি Nubia। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Nubia এখন OnePlus-এর Concept One ফোনটির অনুরূপ একটি ডিভাইস নিয়ে কাজ করছে। ঠিক কী বিশেষত্ব এই কনসেপ্ট ফোনের? আসুন জেনে নিই!

ইতিমধ্যে, চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে একটি টিজার ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে Nubia, Red Magic 6 নামের একটি ফোন প্রদর্শন করেছে। ফটোতে দেখা গেছে ফোনের একটি বাটন টাচ করলেই সেটির অভ্যন্তরীণ কম্পোনেন্ট বা সার্কিট প্রদর্শিত হচ্ছে। আসলে এই ফোনটির পেছনে দুটি স্বচ্ছ স্ট্রিপ রয়েছে যা নির্দিষ্ট বাটন স্পর্শ করা মাত্রই ডিভাইসটির অভ্যন্তরীণ অংশ প্রদর্শন করে। ওই বাটনে দ্বিতীয়বার ক্লিক করলে স্ট্রিপ দুটি সাধারণ অবস্থায় ফিরে আসে যাতে আর ডিভাইসের ভেতরে উঁকি দেওয়া যায়না।

তবে এই ডিভাইসটি মাস প্রোডাকশন হিসেবে বাজারে আসবে নাকি নুবিয়া এটিকে কেবল কনসেপ্ট ডিভাইস হিসেবেই তৈরি করবে – তা এখনও অবধি স্পষ্ট নয়।

এই প্রসঙ্গে বলে রাখি, OnePlus, চলতি বছরের জানুয়ারীতে Concept One ফোনটিতে এই ধরণের একটি নতুন প্রযুক্তি প্রদর্শন করেছিল। যেখানে ফোনটির ব্যাক প্যানেলের রং পরিবর্তন হচ্ছিলো, তবে এতে নুবিয়া ফোনটির মত সম্পূর্ন অভ্যন্তরীণ অংশ দেখা যায়নি। এই Concept One ফোনটিতে ইলেক্ট্রোক্রোমিক গ্লাস রয়েছে যা ডিভাইসের ক্যামেরা গ্লাসকে অত্যন্ত স্বচ্ছ করে তোলে। তবে শুধু OnePlus-ই নয়, এই বছরের সেপ্টেম্বরে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Vivo-ও, তার নতুন ডিভাইসে ব্যাক প্যানেলের রঙ পরিবর্তনকারী প্রযুক্তি প্রদর্শন করেছিল।

ডিজিটাল চ্যাট স্টেশন নামক টিপস্টারের মতে, Oppo, এরকমই একটি প্রযুক্তি নিয়ে ভাবনা-চিন্তা করছে এবং সংস্থাটি আগামী বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত করে ডিভাইস উৎপাদন শুরু করতে পারে। সুতরাং, আগামী বছর অর্থাৎ ২০২১ সালে যে আমরা ফোনে বেশ অভাবনীয় প্রযুক্তি দেখতে পাব – এমনটা আশা করাই যায়!