Nubia Z40 Pro আসছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, বক্সে পাওয়া যাবে না চার্জার

ZTE তাদের নতুন স্মার্টফোন, Nubia Z40 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোনের উপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে এই ফোনে থাকবে Apple MagSafe-এর মতো চার্জি টেকনোলজি। তবে এখন লঞ্চের আগে Nubia Z40 Pro কে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এখান ফোনটির চার্জার সম্পর্কে একটি বিশেষ তথ্য সামনে এসেছে।

Nubia Z40 Pro কে দেখা গেল 3C সার্টিফিকেশন সাইটে

মাইস্মার্টপ্রাইস নুবিয়া জেড৪০ প্রো ফোনকে থ্রিসি সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। এখানে ফোনটি NX701J মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত আছে। এখান থেকে জানা গেছে, আসন্ন এই ফোনের রিটেল বক্সে কোনো চার্জিং ব্রিক দেওয়া হবে না। উল্লেখ্য, এর আগে Apple, Samsung কে একই কাজ করতে দেখা গিয়েছিল।

যাইহোক, এর আগে সামনে এসেছিল যে, নুবিয়া জেড৪০ প্রো ফোনটি দুটি কালারের মধ্যে বেছে নেওয়া যাবে – গ্রে ও সিলভার। এই ফোনে ব্যবহার করা হবে অ্যাড্রনো ৭৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আবার ফোনটি আসবে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৪,২০০ এমএএইচ ব্যাটারি সহ।

শুধু তাই নয়, Nubia Z40 Pro ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরায় থাকবে এফ/১.৬ অ্যাপারচার সহ OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট। এর ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। আবার Nubia Z40 Pro ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, তবে এরজন্য চার্জার আলাদা ভাবে কিনতে হবে।