আগে বিক্রির অনুমতি না পেলে ভারতে গাড়ি তৈরির কথা ভাবছে না Tesla, সপাট জবাব ইলন মাস্কের

ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসা নিয়ে টেসলা (Tesla) ও ভারত সরকারের মধ্যে জট যেন কিছুতেই আলগা হচ্ছে না। যে যার নিজের জায়গায় গোঁ ধরে বসে রয়েছে। ভারতে টেসলার ব্যবসা শুরু নিয়ে দু’তরফেই যে সম্মতি রয়েছে, তা এতদিনে পরিষ্কার। কিন্তু আটকাচ্ছে উভয় পক্ষের দেওয়া শর্ত। ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সংস্থা টেসলার বক্তব্য বিদেশ থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে তারা। কিন্তু তাতেই সরকারের আপত্তি। এদিন এক ভারতীয় এ দেশে টেসলার কারখানা করার প্রসঙ্গে জানতে চাইলে সোজাসুজি উত্তর দেন মাস্ক।

ভারত সরকারের তরফ ভারতে কারখানা গড়ার একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও, টেসলা সে পথে যেতে নারাজ। এমনকি কিছুদিন আগে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর নিতিন গডকড়ী (Nitin Gadkari) এদেশে কারখানা তৈরি করে গাড়ির ব্যবসায় লাভ হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তারপরও টেসলার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গতকাল টুইটে এক ব্যক্তি টেসলা ভারতে কারখানা তৈরির কথা ভাবছে কিনা তা প্রশ্ন করলে, তার জবাব দেন ইলন।

মাস্ক তার উদ্দেশ্যে লেখেন, প্রথমে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ও পরিষেবা চালু করতে না দিলে, কোথাও কোনও কারখানা তৈরি করা হবে না। প্রসঙ্গত, এখন ৪০ হাজার ডলার মূল্যের কম গাড়িতে ৪০ শতাংশ এবং তার বেশি মূল্যের গাড়িতে শুল্কের পরিমাণ প্রায় ১০০ শতাংশ। কর না কমালে গাড়ির দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। প্রভাব পড়বে বিক্রিতে। এই শুল্ক কাঠামো নিয়ে আপত্তি মাস্কের।

ভারী শিল্প মন্ত্রকের তরফেও বলা হয়েছিল, ভারতে কর ছাড়ের প্রসঙ্গে না ভেবে টেসলা প্রথমে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করুক। এদিকে ভারতে গাড়ির ইঞ্জিন, দাম, বীমা ইত্যাদি অনুযায়ী গাড়ির মূল্যের ১০০% পর্যন্ত আমদানি শুল্ক ধার্য রয়েছে। ভারতের বাজারে ব্যাটারি চালিত গাড়ির দাম দ্বিগুণ হয়ে যাবার আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের কাছে এই আমদানি শুল্কের ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছিল টেসলা। কিন্তু কোনো সুরাহা না মেলায় বর্তমানে সংস্থাটি ইন্দোনেশিয়ার বাজারে দৃষ্টি নিক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। আবার চীনের সাংহাইতে তাদের বিদ্যমান কারখানা গিগাফ্যাক্টরির পাশে অপর একটি নির্মাণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে।