Nubia Z40 Pro: বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক চার্জিং সাপোর্টযুক্ত ফোন লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

সম্প্রতি স্মার্টফোন নির্মাতা নুবিয়া (Nubia) নতুন Red Magic 7 স্মার্টফোন সিরিজটি বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Red Magic 7 এবং Magic 7 Pro নামে দুটি নতুন গেমিং স্মার্টফোন উন্মোচিত হয়েছে। আর এই গেমিং স্মার্টফোনগুলি লঞ্চ হওয়ার কয়েকদিন পরেই এবার সংস্থাটি Nubia Z40 Pro নামে আরেকটি প্রিমিয়াম স্মার্টফোন বাজারে লঞ্চ করল৷ চীনের বাজারে এই ডিভাইসটির দাম শুরু হচ্ছে প্রায় ৪০,৫০০ টাকা থেকে। Nubia Z40 Pro ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ এসেছে। আবার এই ফোনেই বিশ্বের প্রথম ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট রয়েছে। আসুন Nubia Z40 Pro- এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

নুবিয়া জেড৪০ প্রো- এর দাম (Nubia Z40 Pro Price)

নুবিয়া জেড৪০ প্রো ফোনটি চীনের বাজারে একাধিক স্টোরেজ বিকল্পে উপলব্ধ রয়েছে। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৫০০ টাকা)। আবার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৪,১০০ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৭০০ টাকা) এবং ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৭০০ টাকা)।

এছাড়া, সংস্থাটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ বিকল্পগুলির সাথে একটি ম্যাগনেটিক চার্জিং এডিশনও লঞ্চ করেছে, যার মূল্য ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,৩০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,৬০০ টাকা)।

নুবিয়া জেড৪০ প্রো- এর স্পেসিফিকেশন (Nubia Z40 Pro Specifications)

নুবিয়া জেড৪০ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১০-বিট কালার এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়া, ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত, যার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি অবস্থান করছে। ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনের পিছনে, নুবিয়া ব্র্যান্ডিংয়ের পাশে বসা একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা ব্লক দেখা যাবে।

Nubia Z40 Pro- এর ব্যাক প্যানেলে অবস্থিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলে ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান এবং এর মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ সেন্সর, ১১৬ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৯× পেরিস্কোপ জুম সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত রয়েছে।

Nubia Z40 Pro ফোনে পারফরম্যান্সের জন্য, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ব্যবহার করা হয়েছে। এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ Nubia Z40 Pro হল বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যাতে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট রয়েছে। সর্বোপরি এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ওএস (MyOS) ইউজার ইন্টারফেসে রান করে। এছাড়া, এই প্রিমিয়াম ফোনে ডুয়েল স্পিকার, এক্স-আক্সিস ভাইব্রেশন মোটর, ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২- এর সাপোর্ট পাওয়া যাবে।