LG TV 2021: একাধিক স্ক্রিন সাইজের একগুচ্ছ স্মার্ট টিভি ভারতে আনলো এলজি

৫০ বছরেরও বেশি সময় ধরে বাজারে নিত্য নতুন টিভি এনে সাধারণ মানুষের মনোরঞ্জন করে চলেছে LG (এলজি)। সেক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মেটাতে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি সম্প্রতি অত্যাধুনিক ফিচারের বেশ কয়েকটি নতুন টিভি লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে LG OLED Evo রেঞ্জ, QNED মিনি এলইডি টিভি মডেল, ন্যানো সেল টিভি সিরিজ এবং UHD AI ThinQ টিভি। তবে এই টিভিগুলি একেবারেই আনকোরা নয়! কারণ বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত হওয়া CES 2021 ইভেন্টে এগুলির ওপর থেকে পর্দা সরানো হয়। এই নতুন এলজি টিভিগুলি একাধিক স্ক্রিন সাইজে এসেছে। আবার এই সমস্ত টিভিতে উন্নত প্রসেসর, সাউন্ড সিস্টেম এবং নানাবিধ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

LG OLED EVO সিরিজের স্পেসিফিকেশন

নতুন LG OLED EVO সিরিজ তিনটি সাইজ ভ্যারিয়েন্টে এসেছে- ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৭ ইঞ্চি। এই টিভিগুলিতে রয়েছে আল্ট্রা এইচডি রেজোলিউশন, সেল্ফ লাইটিং পিক্সেল ডিমিং টেকনোলজি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, AMD FreeSync প্রিমিয়াম, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR), ১ এমএস (1ms) রেসপন্স টাইম, NVIDIA G-Sync ইত্যাদি ফিচার। অন্যদিকে এই টিভি সিরিজ HDR, HDR10 Pro, HLG এবং AI 4K আপস্কেলিং সমর্থন করবে। আবার এগুলি Alpha9 Gen4 AI 4K চিপসেট সহ এসেছে। শুধু তাই নয়, কোম্পানির নিজস্ব ওয়েবওএসে চালিত এই স্মার্টটিভিগুলিতে ৬০ ওয়াট স্পিকার, ৪.২ চ্যানেল সেটআপ, ডলবি অ্যাটমস ইত্যাদি ফিচারও সাপোর্ট করবে।

LG OLED (C1, B1) সিরিজের স্পেসিফিকেশন

নতুন LG OLED C1 সিরিজটি ৪৮ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৭ ইঞ্চি এবং ৮৩ ইঞ্চি ডিসপ্লে আকারে উপস্থিত। টিভিগুলিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০ ওয়াট স্পিকার এবং Alpha 9 Generation 4 AI প্রসেসর। অন্যদিকে LG OLED B1 সিরিজটি ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে এবং এগুলি Alpha 7 Generation 4 AI প্রসেসর দ্বারা চালিত হবে।

LG QNED Mini LED টিভির স্পেসিফিকেশন

LG কর্তৃক চালু হওয়া নতুন QNED মিনি এলইডি টিভি সিরিজ মূলত QNED99 এবং QNED91 – দুটি রেঞ্জে পাওয়া যাবে। আবার এই দুটি রেঞ্জের ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি স্ক্রিন সাইজ উপস্থিত। ফিচারের কথা বললে, এই টিভিগুলি এলজির কোয়ান্টাম ডট ন্যানোসেল প্রযুক্তিসহ এসেছে এবং এগুলি 8K পর্যন্ত রেজোলিউশন বা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। আবার এগুলি Alpha 9 Generation 4 AI প্রসেসর দ্বারা চালিত এবং গ্রাহকরা এগুলিতে ডলবি ভিশন, HDR 10, HLG ইত্যাদি সুবিধা পাবেন।

LG NANO CELL এবং UHD টিভি সিরিজের স্পেসিফিকেশন

LG-র নতুন ন্যানো সেল টিভি সিরিজটি ছয়টি সাইজে (৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি এবং ৮৫ ইঞ্চি) এসেছে। অন্যদিকে LG UHD TV সিরিজে আছে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬০ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭০ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি বিকল্প। এগুলি 4K রেজোলিউশন সমর্থন করবে, যার সাথে হার্ডওয়্যার ফিচার হিসেবে থাকবে কোয়াড-কোর প্রসেসর। শুধু তাই নয়, এই টিভিগুলিতে ইউজাররা অপটিম্যাল স্ক্রিন ব্রাইটনেসের জন্য অ্যাডজাস্টেড টোন ম্যাপিংয়ের সুবিধা পাবেন।

LG TV 2021 সিরিজগুলির দাম

ভারতে LG OLED সিরিজের দাম শুরু হচ্ছে ১,৪৪,৯৯০ টাকা থেকে, যেখানে LG QNED Mini LED সিরিজ ২,৬৬,৯৯০ টাকার প্রারম্ভিক দামে পাওয়া যাবে। আবার LG NANO CELL সিরিজ নূন্যতম ৬৩,৯৯০ টাকা থেকে মিলবে এবং 4K UHD AI ThinQ টিভি পাওয়া যাবে ৫০,৯৯০ টাকা থেকে। আগ্রহীরা এই সমস্ত প্রিমিয়াম টিভি মডেল বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন