Oben Rorr: লঞ্চের পর থেকেই চাহিদা তুঙ্গে, 15 হাজারের বেশি প্রি বুকিং, 2 ঘন্টার চার্জে 150 কিমি চলে এই ইলেকট্রিক বাইক

বেঙ্গালুরুর ইলেকট্রিক টু-হুইলারের স্টার্টআপ ওবেন ইভি (Oben EV) তাদের প্রথম ইলেকট্রিক মোটরবাইক Rorr এ বছর মার্চে বাজার এনেছিল। কেন্দ্রীয় সরকারের FAME-II এবং রাজ্য বিশেষ ভর্তুকি ধরে Oben Rorr-এর বাজারমূল্য ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। অফিসিয়াল লঞ্চের পাঁচ মাসের মধ্যে বাইকটি ১৫,০০০-এর বেশি বুকিং পেয়েছে বলে জানিয়েছে সংস্থা। যারা ইতিমধ্যেই বাইকটির বুকিং সেরে ফেলেছেন, তাদের মুখে হাসি ফুটিয়ে অক্টোবর থেকে ডেলিভারি শুরু করার কথা জানিয়েছে ওবেন।

উল্লেখ্য গত ১৫ মার্চ Oben Rorr লঞ্চ হলেও বুকিং শুরু হয়েছিল ১৮ মার্চ থেকে। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে ওবেনের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও মধুমিতা আগরওয়াল বলেন, তাদের সংস্থা বাইকটির ১৫,০০০-এর বেশি অগ্রিম বুকিং পেয়েছে।” বর্তমানে দেশের ৯টি শহর থেকে করা যাচ্ছে Rorr-এর বুকিং। প্রথম পর্যায়ে সেই শহরগুলিতে ই-বাইকটির ডেলিভারি দেওয়া হবে জানিয়েছেন তিনি।

এই ৯টি শহরের মধ্যে রয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, পুণে, মুম্বাই, দিল্লি, সুরাট, আমেদাবাদ এবং জয়পুর। বাইকটি অগ্রিম বুকিংয়ের জন্য লাগছে ৯৯৯ টাকা। তবে বর্তমানে বুকিং নেওয়া কিছুদিনের জন্য বন্ধ রেখেছে সংস্থা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে করা যাচ্ছিল বুকিং। ওবেন জানিয়েছে সর্বপ্রথম প্রি-বুকিংয়ের মোটরসাইকেলগুলি ডেলিভারি দেওয়া হবে। মে থেকে ডেলিভারি দেওয়ার সম্ভাবনা থাকলেও সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার কারণে বাইক সরবরাহের সময়কাল পিছিয়ে অক্টোবর করা হয়।

স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, Oben Rorr-এ রয়েছে একটি ৪.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এর সাথে সংযুক্ত ১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এটির আউটপুট ৬২ এনএম টর্ক। ১০০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগের বাইকটি ঘন্টা প্রতি ০-৪০ কিমি গতিবেগ তুলতে ৩ সেকেন্ড সময় নেয়। সংস্থার দাবি, পুরোপুরি চার্জে বাইকটি ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে।