Vi গ্রাহকদের মাথায় হাত! ৪৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে মাত্র ১৪ দিন ভ্যালিডিটি

মূল্যবৃদ্ধির এই জমানায় ক্রমশ টেলিপরিষেবার খরচও বেলাগাম হয়ে চলেছে! আধুনিক জীবনের দিকে এগিয়েও যোগাযোগের জন্য ফের চিঠির ওপর নির্ভর করতে হবে কি না, তা নিয়ে আলোচনা করা যেতেই পারে। আসলে বিগত দুই বছরে ভারতীয় টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের অনেক বেশি খরচা করতে বাধ্য করেছে। এখনও তারা এই জায়গা থেকে ফিরে আসেনি। কয়েক সপ্তাহ আগেই জনপ্রিয় টেলিকম অপারেটর Bharti Airtel (ভারতী এয়ারটেল) নিজের বেসিক প্ল্যানের খরচ ৪৯ টাকা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ধার্য করেছে; আগামীদিনে এই খরচ ৯৯ টাকায় গিয়ে ঠেকবে এমন কথাও ইতিমধ্যেই শোনা যাচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL (বিএসএনএল)-ও যে নিজের এন্ট্রি-লেভেল প্ল্যানগুলির সুবিধা কমিয়েছে, সে কথাও প্রায় সকলেরই জানা। কিন্তু দেশের আরেক প্রাইভেট টেলকো Vi (ভোডাফোন আইডিয়া) যে এরকমই কিছু সিদ্ধান্ত নিয়েছে – তা বোধহয় রয়ে গেছে সবার অগোচরেই।

আসলে সপ্তাহ দুয়েক আগে Vi, Airtel-এর মতই ৪৯ টাকার বেসিক প্ল্যানটি সংশোধন করেছে। তবে এক্ষেত্রে সংস্থাটি, উক্ত প্ল্যানের দাম না বাড়িয়ে সেটির বৈধতা কমিয়ে দিয়েছে। ফলত এখন থেকে Vi-এর গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করলে আর এক মাসের কাছে ভ্যালিডিটি পাবেন না।

কমল Vi-এর ৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি

এর আগে ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার বেসিক প্রিপেইড প্ল্যানে ৩৮ টাকা টকটাইম, ২.৫ পয়সা/সেকেন্ড কলরেট, ১০০ এমবি ইন্টারনেট এবং ইচ্ছেমত (স্ট্যান্ডার্ড চার্জে) এসএমএস পাঠানোর সুবিধা ছিল। প্ল্যানটির বৈধতা ছিল ২৮ দিন। কিন্তু কার্যত চুপিসাড়ে সংস্থাটি এই প্ল্যানের দুটি গুরুত্বপূর্ণ সুবিধা বদল করেছে, যার জেরে এখন এই প্ল্যানটি রিচার্জ করলে কোনো আউটগোয়িং এসএমএসের সুবিধা তো মিলবে না-ই, পাশাপাশি এটিতে মাত্র ১৪ দিন অর্থাৎ দু সপ্তাহের ভ্যালিডিটি পাওয়া যাবে।

এই মুহূর্তে এসএমএস বা বেশি বৈধতা পেতে হলে অবশ্যই কেউ ৪৯ টাকার প্ল্যানটি বেছে নেবেন না। সেক্ষেত্রে এয়ারটেলের মতই, ভিআইয়ের ৭৯ টাকার একটি প্ল্যান রয়েছে, যাতে ৬৪ টাকার টকটাইম, ২০০ এমবি ইন্টারনেট এবং ২৮ দিনের বৈধতা পাওয়া পাওয়া যাবে; কিন্তু এতেও কোনো এসএমএসের সুবিধা থাকবে না। ফলে সমস্ত বেসিক সুবিধা একসাথে পেতে গ্রাহকদের ১০০ টাকার উপরের প্ল্যান রিচার্জ করতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন