৬ হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভারতে লঞ্চ হল Infinix Smart HD 2021

ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Infinix Smart HD 2021। গত সপ্তাহেই এই ফোনটির দাম ফাঁস হয়েছিল। এমনকি এর মুখ্য স্পেসিফিকেশনগুলিও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ভারতে ইনফিনিক্স স্মার্ট এইচডি ২০২১ ই-কমার্স সাইট Flipkart থেকে পাওয়া যাবে। এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, সিঙ্গেল রিয়ার ক্যামেরা, ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ। জানিয়ে রাখি Infinix Smart HD 2021 এর সাথে কোম্পানি আজ “SNOKOR A10” সাউন্ডবারও লঞ্চ করেছে। এর দাম ৪,৪৯৯ টাকা। এতে ৪ x ২.৫ ইঞ্চি অল ফ্রিকোয়েন্সি স্পিকার, ২.৫ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি আছে।

Infinix Smart HD 2021 এর দাম

ভারতে ইনিফনিক্স স্মার্ট এইচডি ২০২১ এর দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি একটি স্টোরেজে ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে। ফোনটি ওপাজ ব্লু, কোয়ার্টজ গ্রিন এবং ওবিসিডিয়ান ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আগামী ২৪ ডিসেম্বর, Flipkart থেকে Infinix Smart HD 2021 এর সেল শুরু হবে।

Infinix Smart HD 2021 এর স্পেসিফিকেশন

ইনিফনিক্স স্মার্ট এইচডি ২০২১ ফোনে আছে ৬.১ ইঞ্চি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৫৬০, আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং ৫০০ নিটস ব্রাইটনেস। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (এফ/২.০ অ্যাপারচার) দেওয়া হয়েছে। এই ক্যামেরার সাথে ডুয়েল ফ্ল্যাশ আছে। Infinix Smart HD 2021 ফোনে কোয়াড কোর মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে বর্গাকার রিয়ার ক্যামেরা সেটআপ উপলব্ধ। এতে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এর অ্যাপারচার এফ/২.০, সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন বেসড XOS ৬.২ অপারেটিং সিস্টেম সহ এসেছে।

Infinix Smart HD 2021 ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৫ ওয়াট চার্জার আছে। চার্জিংয়ের জন্য পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট। এই ব্যাটারি ২৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক ১২১ ঘণ্টা অডিও প্লেব্যাক টাইম দেবে। আবার ৩৫ ঘন্টা টকটাইম ও ৩ দিনের স্ট্যান্ডবাই টাইমও পাবেন। ফোনটির পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এত কমে যা সত্যি প্রশংসনীয়।