Odysee এর ইলেকট্রিক স্কুটার কিনলে একরাত বিলাসবহুল বাংলোতে কাটানোর সুযোগ

লকডাউন পর্বে ঝিমিয়ে থাকা দেশের অটোমোবাইল শিল্প এখন অনেকটাই চাঙ্গা হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে মানুষ যেভাবে গণপরিবহন যথাসম্ভব এড়িয়ে ব্যক্তিগত যানবাহনেই যাতায়ত বেশী পছন্দ করছেন, তাতে নতুন দু’চাকা এবং চারচাকা গাড়ির চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। আর স্বাভাবিকভাবেই ফেস্টিভ সিজন উপলক্ষে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, লো ডাউন পেমেন্ট এবং ইএমআই স্কিম সহ নানা আকর্ষণীয় অফার নিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করার প্রতিযোগিতায় নেমে পড়েছে প্রায় সব সংস্থাই।

তবে এসব ছাপিয়ে স্টার্টআপ সংস্থা Odysee Electrick নিয়ে এসেছে আরও এক অভিনব অফার। অক্টোবর ২৮ থেকে নভেম্বর পর্যন্ত চলা এই অফারপর্বে Odysee -র Hawk ও Racer ইলেকট্রিক স্কুটার এবং ফেয়ারিং ডিজাইনের ই-বাইক Evoqis কিনলেই পাওয়া যাবে মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে খ্যাত লোনাভালা শৈলশহরের বিলাসবহুল বাংলোতে এক রাত কাটানোর সুযোগ। এছাড়াও প্রত্যেক বুকিংয়ের ওপরেও পাওয়া যাবে ৩০০০ টাকার নিশ্চিত গিফট ভাউচার।

ওডিসির প্রোডাক্ট রেঞ্জের দাম শুরু হয়েছে ৫৯,৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১,৫০ লক্ষ টাকা। ওডিসির Hawk এবং Racer স্কুটার লাইটওয়েট এবং আকর্ষণীয় ডিজাইনের। Hawk হল ভারতের প্রথন ইলেকট্রিক স্কুটার যা ক্রুজ কন্ট্রোল মোডের সাথে এসেছে। বৈদ্যুতিন শক্তি দ্বারা স্কুটারগুলি চালিত হওয়ায় এগুলি যেমন পরিবেশবান্ধব তেমনই রক্ষণাবেক্ষণের খরচ কম। ফুয়েলের খরচ নিয়েও ব্যবহারকারীর অহেতুক ভাবতে হচ্ছে না। একবার চার্জ দিলে Hawk-এর ড্রাইভিং রেঞ্জ ৭৫ কিমি। অপরদিকে ফুলচার্জে Hawk ১৭০ কিমি পর্যন্ত চলতে পারে।

প্রতিবারের মতো এবারও আমরা অনুরোধ করবো, আগ্রহী হলে অফারের সমস্ত শর্তাবলী বিশদে জানার জন্য সংস্থার নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করুন। তবে নতুন সংস্থা হওয়ায় ওডিসির ইলেকট্রিক টু-হুইলার গুলির কোলকাতায় উপলব্ধ কিনা সেটা আমরা সুনিশ্চিত করতে পারি নি। তবে এই বিষয়ে ইতিমধ্যে টেকগাপের পক্ষ থেকে সংস্থার কাছে একটি ইমেল পাঠানো হয়েছে। যদিও প্রতিবেদনটি লেখা পর্যন্ত সংস্থা এবিষয়ে কিছু জানায়নি।