নারী দিবসে Ola Electric-র বাম্পার অফার, স্কুটারে 25,000 টাকা ছাড়, সঙ্গে ক্যাশব্যাক!

ব্যাটারি চালিত স্কুটারের উপর বিশেষ কিছু ডিসকাউন্ট অফার চালু করল Ola Electric। ৮ ই মার্চ থেকে শুরু করে এই অফার চলবে ১০ই মার্চ পর্যন্ত। অফারের আওতাভুক্ত মডেলগুলি হল- S1 Air, S1 X, S1 X+ এবং S1 Pro। সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে এক্ষেত্রে। তাছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেবলমাত্র মহিলা গ্রাহকদের জন্য অতিরিক্ত ২,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। অফারের তালিকা এখানেই শেষ নয়। পুরানো পেট্রোল চালিত স্কুটার বদলে নতুন ওলা ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে রয়েছে বিশেষ এক্সচেঞ্জ অফার।

নারী দিবসে Ola Electric-এর অফার

ডিসকাউন্ট যোগ করে এখন ৮৪,৯৯৯ টাকা খরচ করেই পাওয়া যায় Ola S1 X+ এর চাবি। অন্যদিকে সংস্থার প্রিমিয়াম মডেল S1 Pro কিনতে খরচ হবে ১.৩০ লক্ষ টাকা। আর S1 Air-এর দাম ১.০৫ লাখ টাকা। এই সব কটি মূল্য আদতে এক্স শোরুম হিসেবেই দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, S1 X তিনটি ব্যাটারি অপশনে বাজারে উপলব্ধ। ৪ কিলোওয়াট আওয়ার এবং ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের দাম যথাক্রমে ১,০৯, ৯৯৯ টাকা এবং ৭৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)। আর ৩ কিলোওয়াট আওয়ার মডেলটির দাম ৮৯,৯৯৯ টাকা। উপরন্তু, ওলা চালু করেছে ৮ বছর কিংবা ৮০,০০০ কিমি পর্যন্ত এক্সটেন্ডেড ব্যাটারি ওয়ারেন্টি। এর জন্য অতিরিক্ত কোনো খরচ করতে হবে না গ্রাহকদের। তবে কেউ প্রয়োজনে সর্বোচ্চ লিমিট বাড়িয়ে ১,২৫,০০০ কিমি পর্যন্ত করতে পারেন সেক্ষেত্রে খরচ হবে ৪৯৯৯ টাকা।

আগামী এপ্রিলের মধ্যে নিজেদের সার্ভিস সেন্টার ৪১৪ থেকে বাড়িয়ে ৬০০ পর্যন্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বেঙ্গালুরু কেন্দ্রিক এই স্টার্টআপ সংস্থা। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ওলার ৩৫,০০০টি ইলেকট্রিক স্কুটার নথিভুক্ত হয়েছে। এই মুহূর্তে দেশের ব্যাটারি চালিত টু-হুইলারের বাজারের ৪২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ওলার হাতে।