Okinawa Experience Centre: ওকিনাওয়ার নতুন অভিজ্ঞতা কেন্দ্রের উদ্বোধন হল, মার্চে লঞ্চ করবে নয়া ই-স্কুটার

দেশের দ্বিতীয় বৃহত্তম ই-স্কুটার সংস্থা ওকিনাওয়া অটোটেক (Okinawa Autotech) নয়া দিল্লিতে তাদের তৃতীয় অভিজ্ঞতা কেন্দ্র (এক্সপেরিয়েন্স সেন্টার) গড়ে তুলল। মাত্র তিন মাসে সংস্থাটি পরপর তিনটি অভিজ্ঞতা কেন্দ্র বা স্থাপন করল, যাদের পোশাকি নাম ওকিনাওয়া গ্যালাক্সি স্টোর (Okinawa Galaxy Store) । প্রথমটি গত বছরের ডিসেম্বরে দেরাদুনে, এবং দ্বিতীয়টি চলতি মাসের প্রথম দিকে জয়পুরে তৈরি করা হয়েছিল। গ্রাহকরা যাতে সংস্থার পরিষেবা উপভোগ করতে পারে, সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

ওকিনাওয়া গ্যালাক্সি স্টোর থেকে গ্রাহকরা বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার ও সেগুলির দাম সম্পর্কে বিশদে ধারণা পাবেন৷ ওকিনাওয়ার স্বল্প গতির স্কুটারের মধ্যে রয়েছে Okinawa R30, Lite এবং Dual, যেগুলির দাম ৬১,৯৯৮-৮২,৯৯৫ টাকা। অন্যদিকে Okinawa Ridge+, Praise Pro ও iPraise+ – উচ্চগতির এই স্কুটারগুলির মূল্য ৬৪,৭৯৭-১,০৫,৯৯০ টাকা। আবার মার্চে একটি নতুন ই-স্কুটার মডেল লঞ্চ করবে বলে ঘোষণা করেছে তারা৷

উল্লিখিত মডেলগুলি ছাড়াও সংস্থাটি কাস্টমাইজড স্কুটার বিক্রি করে থাকে। কোনো গ্রাহক চাইলে নিজের মন-পসন্দ হ্যান্ড পেইন্টেড স্কুটার কিনতেই পারেন। আবার সংস্থার সম্ভারে রয়েছে ডজনখানেক ‘মার্চেন্ডাইজ প্রোডাক্ট’। অন্যদিকে এ বছরের মধ্যে দেশে আরও ৪০ টি ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ওকিনাওয়া।

ওকিনাওয়ার কর্ণধার জিতেন্দর শর্মা (Jeetender Sharma) বলেছেন, “ওকিনাওয়া ব্যবসা সম্প্রসারণে জন্য কোমর বাঁধছে। দেশের রাজধানীতে গ্যালাক্সি স্টোর লঞ্চ করতে পেরে আমরা রোমাঞ্চিত। এই এক্সপেরিয়েন্স সেন্টার থেকে গ্রাহকরা একটি বাস্তবিক পরিবর্তনের অভিজ্ঞতা পাবেন। উপভোক্তারা বৈদ্যুতিক যানবাহনের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন।” তিনি আরও জানিয়েছেন, আগামীতে দেশের আরও অন্যান্য শহরে গ্রাহকদের চাহিদা পূরণ করতে সংস্থাটি নিজেদের ব্যবসা সম্প্রসারিত করবে।