ইলেকট্রিক স্কুটারের পর, সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়-বিক্রয়ের সুবিধা দেবে Ola Cars

নিজস্ব একটা গাড়ির শখ অধিকাংশ মানুষেরই থাকে। কিন্তু মধ্যবিত্তদের ক্ষেত্রে, সাধ থাকলেও অনেকসময় সাধ্যে কুলিয়ে ওঠে না। তাই গাড়ির কথা বললে, অধিকাংশ মধ্যবিত্তই প্রথমে সেকেন্ড…

নিজস্ব একটা গাড়ির শখ অধিকাংশ মানুষেরই থাকে। কিন্তু মধ্যবিত্তদের ক্ষেত্রে, সাধ থাকলেও অনেকসময় সাধ্যে কুলিয়ে ওঠে না। তাই গাড়ির কথা বললে, অধিকাংশ মধ্যবিত্তই প্রথমে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভাবে, কিন্তু কোথায় ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ির সন্ধান পাওয়া যাবে সে সম্পর্কে সঠিক তথ্য অনেকের কাছেই নেই। এবার এইরকম মানুষদের শখ পূরণ করতে তথা নিজেদের ব্যবসায়িক জনপ্রিয়তা আরও বহুল পরিমাণে বৃদ্ধি করতে এক দুর্দান্ত পদক্ষেপ নিল রাইড-হাইলিং স্টার্টআপ ওলা (Ola)। খুব শীঘ্রই সংস্থাটি পুরানো বা ব্যবহৃত গাড়ি বিক্রয়ের ব্যবসায় নাম লেখাতে চলেছে, যাতে গ্রাহকরা খুব সহজে এবং নির্ঝঞ্ঝাটে একটি সাশ্রয়ী মূল্যের ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ির খোঁজ পেতে পারেন।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সুবিধা দেবে Ola Cars

Ola-র এই পরিকল্পনা সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, “সম্ভবত নতুন এই বিজনেসের নাম হবে ওলা কারস (Ola Cars)। এখানে পুরানো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের পাশাপাশি, যেকেউ তার ব্যবহৃত গাড়ি বিক্রয়ের জন্য Ola-র এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। Ola গাড়িগুলি কেনার আগে ভালো ও সক্রিয় অবস্থায় রয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হয়ে নেবে।” তবে এই নতুন ব্যবসার জন্য একটি পৃথক অ্যাপ তৈরি করা হবে নাকি বিদ্যমান Ola অ্যাপেই ফিচারটি অ্যাড করা হবে, সে বিষয়ে ওই ব্যক্তি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। জানা গেছে যে, Ola Cars-এর জন্য কোম্পানিটি একটি টিম গঠন করাও শুরু করে দিয়েছে। সংস্থাটি এই মাসে বেঙ্গালুরুতে একটি পাইলট প্রজেক্ট শুরু করবে বলে আশা করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে সংস্থাটি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, মার্কেট রিসার্চ ফার্ম P&S Intelligence-এর একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে মে মাসে ETAuto জানিয়েছিল, ২০৩০ সালে ভারতে ব্যবহৃত গাড়ির বাজার দর ২০২০ সালের ১৮.৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৭০.৮ বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অ্যানুয়াল গ্রোথ ১৪.৮% বৃদ্ধি পাবে। যদিও এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে, ভারতের সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার অত্যন্ত অসংগঠিত, তবে বেশ কয়েকটি স্টার্টআপ, যেমন – CarDekho, Cars24, Droom, Spinny এবং CarTrade ইদানিং এই ব্যবসায় প্রবেশ করে ব্যবসায়িক গ্রাফকে ঊর্ধ্বমুখী করেছে। এর মধ্যে Droom সম্প্রতি প্রি-আইপিও (pre-IPO) ফান্ডিং রাউন্ডে ২০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, অন্যদিকে Spinny, Series D ফান্ডিংয়ে ১০৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

Ola-ও একটি IPO প্ল্যান করছে। গত মাসে ওয়ারবার্গ পিনকাস (Warburg Pincus) এবং সিঙ্গাপুর ভিত্তিক তেমাসেক (Temasek) একটি গৌণ চুক্তিতে Ola-র বিদ্যমান বিনিয়োগকারীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার কিনেছে। ক্যাব-হাইলিং সংস্থাটি অন্যান্য ব্যবসায়ও নিজেদের জাল বিস্তার করছে। এর Ola Electric ইউনিট তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে ৫০০ একর জায়গায় ইলেকট্রিক স্কুটার তৈরি করছে। কারখানাটির বার্ষিক ১০ মিলিয়ন স্কুটার উৎপাদনের ক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ হচ্ছে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার, Ola Series S। প্রি-বুকিংয়ে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে স্কুটারটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন